শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ছাত্র-যুবর উদ্যোগে রাজনৈতিক কর্মশালায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বললেন,
বাংলাকে সব থেকে বেশি বঞ্চনা করা হয়েছে। বাংলাকে বঞ্চনা করে বাংলাকে মাথা নত করা যাবে না। বাংলাকে বঞ্চনা করে তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না। তৃণমূল সরকারকে ব্লাকমেলিং করার জন্য নানান ধরনের চেষ্টা করেছে বিজেপি। বিজেপির সঙ্গে সিপিএম-কংগ্রেসও আমাদের দলকে কালিমালিপ্ত করার অনেক চেষ্টা করেছে। বাম-কংগ্রেসের পাপড়ি দিয়ে বিজেপি তৈরি। বিজেপি সরকার বঞ্চনা করেছে। আমরা তার সত্ত্বেও উন্নয়নে পিছিয়ে নেই। সব ক্ষেত্রে এগিয়ে আছি, থাকব। চক্রান্ত করে লাভ নেই। আমাদের চক্রান্ত করে দমানো যাবে না।
মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প নিয়ে এরপর বলেন, প্রতিবন্ধীদের জন্য নতুন একটি প্রকল্প ঘোষণা করেছি যার নাম ‘মানবিক’। যা থেকে প্রতি মাসে ১০০০ টাকা করে পাবেন তাঁরা। আমরা কৃষকদের জন্য কৃষি ঋণ মুকুব করে দিয়েছি। আমরা কৃষকদের ইন্সিওরেন্স করে দিয়েছি। শিক্ষাশ্রী থেকে কন্যাশ্রীর পাশাপাশি আমরা রূপশ্রী প্রকল্প চালু করে দিয়েছি। আমরা মুখে বলিনা, কাজ করে দেখাই।
রিপোর্টার – রফিকুল জামাদার
Be the first to comment