রোজদিন ডেস্ক :-
জুনিয়র ডাক্তারদের দাবি মেনেই ১০ জনের পরিবর্তে ১৭ জনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব ঘোষণা মতোই বিকেল ৫ টা থেকে নবান্ন সভাঘরে শুরু হয়েছে বৈঠক।
এদিনের বৈঠকের সরাসরি সম্প্রচার হচ্ছে। এর আগে লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে নবান্নে জুনিয়র ডাক্তারদের বৈঠক ভেস্তে গিয়েছিল। এবার আন্দোলনকারীরা এমন দাবি না রাখলেও বৈঠকের সরাসরি সম্প্রচার হচ্ছে।
শনিবারই রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার পন্থ জুনিয়র ডাক্তারদের ইমেল করে জানিয়েছিলেন ১০ জনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কিন্তু সোমবার বেলা বাড়তেই দেখা যায় ১০ নয়, ১৭ জনকে নিয়েই নবান্নে পৌঁছে যায় জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল।
রাজ্যের তরফে সাড়ে চারটের মধ্যে বৈঠকে উপস্থিত থাকার কথা জানালেও ৪টে ২৯ মিনিটেই নবান্নে প্রবেশ করেন জুনিয়র ডাক্তাররা। পরে শর্ত কিছুটা শিথিল করেই জুনিয়র ডাক্তারদের সবাইকে নবান্ন সভাঘরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। ১৭ জন প্রতিনিধি সেখানে যাওয়ার পরই দেখা যায় সরাসরি সম্প্রচার করে পুরো আলোচনার সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
রবিবার জুনিয়র ডাক্তাররা মুখ্যসচিবকে পাল্টা ইমেল করে জানিয়েছিলেন, অনশন না তুলেই সোমবার যথাসময়ে বৈঠকে যোগ দিতে যাবেন তাঁরা। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের আলোচনার পর কোনও সমাধান সূত্র বেরোয় কী না সেদিকে নজর থাকবে।
Be the first to comment