ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা নিয়ে ক্ষুব্ধ বাংলার মুখ্যমন্ত্রী, চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে

Spread the love

 

রোজদিন ডেস্ক :-

ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি সম্প্রতি ঘোষণা করেছে বেশকিছু গুরুতর রোগের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াচ্ছে তাঁরা। এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এইভাবে গুরুত্বপূর্ণ ওষুধগুলির দাম বাড়ানো হচ্ছে তা নিয়েই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দাবি করেছেন এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার।

অ্যাজমা, টিবি, গ্লুকোমা, চোখের সমস্যা এবং অন্যান্য সংক্রমণ সহ মানসিক রোগ এবং থ্যালাসেমিয়ার ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বিবৃতি দিয়ে জানিয়েছে, এই ওষুধগুলি তৈরিতে যে যে কাঁচামাল লাগে তার দাম বৃদ্ধি হয়েছে। তাই দাম বৃদ্ধি করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের মূল্যনিয়ন্ত্রক এই সংস্থা ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে ৫০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর ছাড় দিয়েছে। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মমতা যে চিঠি লিখেছেন তাতে তিনি উল্লেখ করেছেন, ”কয়েক মাস আগেই এনপিপিএ ডায়বেটিস, ব্লাড প্রেসার, অ্যান্টিবায়োটিক সহ একাধিক ওষুধের দাম বাড়িয়েছিল। এটা বলার অপেক্ষা রাখে না, এত কম সময়ের মধ্যে এইভাবে ওষুধের দাম বৃদ্ধি বাংলার আমজনতাকে কতটা বিপদের মধ্যে ফেলবে।” মুখ্যমন্ত্রী এর পাশাপাশি এও উল্লেখ করেন, নিত্যপ্রয়োজনীয় একাধিক জিনিসের দাম বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষ এমনিতেই চিন্তিত। তার ওপর দৈনন্দিন ওষুধের দাম বাড়ানো হচ্ছে। এই সিদ্ধান্ত আমজনতার কাছে বিরাট ধাক্কা।
এই পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মোদীকে আবেদন জানিয়েছেন নির্দিষ্ট দফতরে নির্দেশ দিতে এবং এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখতে। মমতা মনে করিয়ে দিয়েছেন, সাধারণ মানুষকেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত সব সময়। তিনি আশা করছেন, কেন্দ্রীয় সরকার দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।
প্রসঙ্গত উল্লেখিত ওষুধগুলি ছাড়া অ্যাট্রোপিন ইনজেকশন, বেনজাইন পেনিসিলিন ১০ লাখ আইইউ ইনজেকশন, লিথিয়াম ট্যাবলেট ৩০০ গ্রাম (মেন্টাল হেল্থ), স্ট্রেপটোমাইসিন পাউডার, স্যালবুটামল ট্যাবলেট সহ আরও একাধিক ওষুধের দামে প্রভাব পড়বে এই সিদ্ধান্তের কারণে। গত এপ্রিল মাস থেকেই প্যারাসিটামল সহ অন্তত ৮০০ ওষুধের দাম বেড়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*