রোজদিন ডেস্ক :-
উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বামেরা। কংগ্রেসের বদলে তারা এবার আসন সমঝোতা করল অতি বামপন্থীদের সঙ্গে। তবে আইএসএফের সঙ্গে আসন রফা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। সূত্রের খবর ওই আসনে আইএসএফের জন্য বরাদ্দ করা হয়েছে। জানা যায় সোমবার রাত পর্যন্ত আইএসএফের সঙ্গে বামফ্রন্টের বৈঠক চলছে। আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন । বিজেপি এবং শাসকদল তৃণমূল কংগ্রেস ওই ৬টি কেন্দ্রে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সোমবার পাঁচটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা।
রবিবারই এই ছয় আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। শেষ নির্বাচন অনুযায়ী, ১টি বাদে বাকি ৫ আসনই তাদের দখলে। বামফ্রন্ট আজ অর্থাৎ সোমবার ৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল। প্রকাশিত তালিকা অনুযায়ী, সিতাই থেকে লড়বে বামফ্রন্টের শরিক দল অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। প্রার্থী অরূপ কুমার বর্মা। মাদারিহাটে লড়বে আরেক শরিক দল আরএসপি, প্রার্থী পদম ওরাওঁ। নৈহাটিতে সিপিআই (এমএল) লিবারেশনের দেবজ্যোতি মজুমদার। মেদিনীপুরে সিপিআই-এর মণিকুন্তল খামাড়ুই ও তালড্যাংড়ায় তৃণমূলের ফাল্গুনি সিংহবাবুর বিরুদ্ধে লড়বেন সিপিআইএমের দেবকান্তি মহান্তি।
হাড়োয়ার আসনটিতে এখনও প্রার্থী দিতে পারেনি বামেরা। তালিকা প্রকাশ করে জানানো হয়েছে, ওই আসনে কিছুদিনের মধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
আরজি কর ইস্যুতে এখনও প্রতিবাদ চলছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। এই আবহে ভোটে বিরোধীরা আদৌ কোনও সুবিধা করতে পারবে না শাসকের অনুকুলেই যাবে জনতার রায়, তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলে। উত্তর জানতে আপাতত ২৩ নভেম্বরের অপেক্ষা।
Be the first to comment