রোজদিন ডেস্ক:-
উপাচার্য নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপালের বিবাদের নিষ্পত্তি করতে গত ৮ জুলাই সুপ্রিম কোর্ট প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বে ‘সার্চ-কাম-সিলেকশন’ কমিটি তৈরি করে দিয়েছিল। শীর্ষ আদালত বলেছিল, এই কমিটি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য তিনটি নাম বাছাই করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবে। নামের আদ্যাক্ষরের ভিত্তিতে তালিকায় তিনটি নাম থাকবে। মুখ্যমন্ত্রী তিন জনের মধ্যে পছন্দের ভিত্তিতে একটি তালিকা তৈরি করবেন। যাঁকে বেশি পছন্দ, তাঁর নাম প্রথমে থাকবে। কারও নামে আপত্তি থাকলে, তা-ও কারণ-সহ জানাবেন। সেই তালিকা যাবে রাজ্যপাল তথা আচার্যের কাছে। কিন্তু রাজ্যপাল সুপ্রিম কোর্টের এই নির্দেশে কিছু সংশোধন চেয়ে আবেদন করেছিলেন।
তবে এবার শীর্ষ আদালত নির্দেশ দিলেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের জন্য বাছাই তালিকা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই পছন্দের ভিত্তিতে তালিকা তৈরি করে রাজ্যপালকে পাঠাবেন। সুপ্রিম কোর্ট নতুন করে এই প্রক্রিয়ায় কোনও হস্তক্ষেপ করছে না। কারণ সে ক্ষেত্রে উপাচার্য নিয়োগ প্রক্রিয়ায় দেরি হবে বলে আজ বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ জানিয়ে দিল।
তবে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৯ ডিসেম্বর।
Be the first to comment