‘দানা’র প্রভাবে বাতিল একাধিক দুরপাল্লার ট্রেন, বিজ্ঞপ্তি জারি করল রেল

Spread the love

 

রোজদিন ডেস্ক :-

ঘূর্ণিঝড় দানার দাপটে এবার একাধিক ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেল। বিজ্ঞপ্তি প্রকাশ করে ইতিমধ্যে সংশ্লিষ্ট ট্রেনগুলির কথা জানিয়েছে রেল। একই সঙ্গে এও বলা হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে বাতিল করা হতে পারে আরও একাধিক ট্রেন।

আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে সাগরদ্বীপে বা পুরীতে ল্যান্ডফল করতে পারে ঘূর্ণিঝড় দানা। তখন ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিমি। ফলে দুর্যোগের আশঙ্কায় যাত্রী সাধারণের সুরক্ষার কথা চিন্তা করে সংশ্লিষ্ট ট্রেনগুলি বাতিলের কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
শিয়ালদহ শাখার রেলওয়ে আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ঘূর্ণিঝড় দানার দাপটে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে কামাখ্যা বেঙ্গালুরু এক্সপ্রেস। এটি ২৩ তারিখ ছাড়ার কথা ছিল। একইভাবে ২৪ অক্টোবরের পাটনা-এনরাকুলাম এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়েছে।


বাতিলের তালিকায় রয়েছে কলকাতা-পুরী (২৪ অক্টোবর) এবং পুরী কলকাতা (২৫ অক্টোবর), ডিব্রুগড়-কম্যাকুমারী (২৩ অক্টোবর), কন্যাকুমারী-ডিব্রুগড় (২৩ অক্টোবর) সেকান্দ্রাবাদ-মালদহ (২৪ অক্টোবর), মালদহ-সেকেন্দ্রাবাদ (২৯ অক্টোবর), পুরী-জয়নগর (২৪ অক্টোবর) এবং শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস (২৩ অক্টোবর), পাটনা-পুরী এক্সপ্রেস (২৪ অক্টোবর), শিলচর-সেকেন্দ্রবাদ (২৩ অক্টোবর), বেঙ্গালুরু-মজফফরপুর (২৪ অক্টোবর), মালদহ-দিঘা (২৪ অক্টোবর), দিঘা-মালদহ (২৪ অক্টোবর), আসানসোল-হলদিয়া এবং হলদিয়া-আসানসোল (২৪ ও ২৫ অক্টোবর) বাতিল থাকছে।
কৌশিকবাবু বলেন, “পরবর্তীতে আর কোনও ট্রেন বাতিল হলে আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেব।”
একই সঙ্গে রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ২৪ অক্টোবর ১৩১২৯ ​​কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস এবং ১৩১৩০ খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস বাতিল থাকবে। সম্পূর্ণ টিকিট ভাড়া পদ্ধতি অনুযায়ী ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছে রেল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*