ইন্দিরা ব্যানার্জীঃ
“চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা; মুখ তার শ্রাবস্তীর কারুকার্য”—আগেই বলেছে তো বহুবার; আজ নতুন করে নতুন কিছু; “ও কেন এত সুন্দরী হল…”
প্রশংসা-স্তুতি বন্ধ দরজার চাবিকাঠি, সহজে ঢোকা যায় গহন মনে; নারীটি তারিয়ে তারিয়ে উপভোগ করছে তাকে নিয়ে পুরুষটির উচাটন
কনুই দিয়ে বুকে ধাক্কা মেরে বলেছিল; “যাঃ, কী সব বল….”, এই স্পর্শই প্রাপ্তি পুরুষটির, বুকে ধাক্কা তো লেগেছে বহুআগে; এখন তো কন্টিনিউ হ্যামারিং, প্রোজেস্টেরন খেল সব, শক্ত হয়ে যায় নরমপেশী
নারীটি জানে; আবেগ বড় বিষমবস্তু; প্রেমের ফাঁদ পাতা ভুবনময়; জেনে বুঝে মাছ হয়ে জালে ধরা দেবে নাকি কাঁটা হয়ে গলায় খচখচ করবে; তাও তো ইস্ট্রোজেন খেল…
Be the first to comment