‘দানা’ মোকাবিলায় তৎপর ভারতীয় নৌবাহিনী

Spread the love

রোজদিন ডেস্ক :-  ল্যান্ডফলের আগেই তাণ্ডব শুরু ঘূর্ণিঝড় দানার। ওড়িশার ধামারায় ব্যাপক বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার দাপট। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মধ্যেই ধামার ও ভিতরকণিকার ভেতর ল্যান্ডফলের সম্ভাবনা ঘূর্ণিঝড়় দানার। দানা মোকাবিলায় ভারতীয় নৌবাহিনী প্রয়োজনীয় যেকোনো মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ অপারেশন পরিচালনা করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

ওড়িশার কেন্দ্রাপাড়া, বালাসোর ও ভদ্রক এই তিন অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে মৌসম ভবন। ধামারার সঙ্গে আবহাওয়ার অবনতি কেন্দ্রাপাড়াতেও। সেখানে রীতিমতো ফুঁসছে ব্রাহ্মণী নদী। লাফিয়ে বাড়ছে জলস্তর। যুদ্ধকালীন পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত ভারতীয় নৌসেনাও। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের নাভাল অফিসার ইন চার্জদের সঙ্গে মিলিতভাবে বিপর্যয় মোকাবিলায় ইস্টার্ন নাভাল কমান্ড। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতীয় নৌসেনা। রাজ্যের দরকারে নৌসেনার তরফে প্রস্তুত রাখা হয়েছে মেডিক্যাল সাপোর্টও। নৌসেনার হাসপাতাল আইএনএইচএস কল্যাণীকে প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় ডানার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন বিভিন্ন স্থানে সড়কপথে প্রয়োজনীয় পোশাক, পানীয় জল, খাবার, ওষুধ এবং জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে নৌবাহিনী।

বিপর্যয় মোকাবিলায় নেমেছে সেনা, এনডিআরএফ ও কোস্টগার্ডও। দীঘায় লাগাতার মাইকিং চালাচ্ছে এনডিআরএফ। ঘূর্ণিঝড় দানার জেরে প্রায় ২০০টি ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল। পুরী, খুরদা, ভূবনেশ্বর, কটক, পারাদ্বীপ, জাজপুর কেওনঝড় রোড, ভদ্রক, ব্রহ্মপুর, সম্বলপুর, টিটিলাগড় ও রায়াগড়ে চালু করা হয়েছে হেল্পলাইন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*