দোর গোড়ায় নিঃশ্বাস ফেলছে ঘূর্ণিঝড় ‘দানা’..

Spread the love

রোজদিন ডেস্ক:- বৃহস্পতিবার রাতেই ওড়িশার ধামরা বন্দর ও ভিতরকণিকার মাঝে ল্যান্ডফল হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ের। ইতিমধ্যেই ঝড়বৃষ্টি শুরু হয়েছে ধামরায়। সকাল থেকেই পরিস্থিতি খারাপ হচ্ছে। বাড়ছে বাতাসের গতি।

আজ রাত সাড়ে ১১টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৫টার মধ্যে ল্যান্ডফল হতে পারে ঘূর্ণিঝড়ের।

বাংলা-ওড়িশা উপকূলের উপর দিয়েই যাবে ‘দানা’। ওড়িশার ধামরা বন্দর ও ভিতরকণিকার মাঝামাঝি কোথাও ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে। ঘূর্ণিঝড় আসার আগেই, বুধবার থেকে বৃষ্টি শুরু হয়েছে ধামরায়। আজ সকাল থেকেই বাড়ছে সেই বৃষ্টির দাপট। সঙ্গে ঝোড়ো হাওয়া। ক্রমশ বাতাসের গতি বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপ হবে।
ইতিমধ্যেই শুনশান এলাকা। খালি করা হয়েছে নীচু জায়গা। স্থানীয় বাসিন্দাদের ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই মজুত রাখা হয়েছে প্রয়োজনীয় সমস্ত কিছু। ঘূর্ণিঝড় মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি নিয়েছে ওড়িশা সরকার। ২৪ ঘণ্টা কাজ করছেন শীর্ষ আধিকারিকরা। প্রস্তুত রাখা হয়েছে এনডিআরএফ, এসডিআরএফের দল।

বিগত কয়েক বছর আগেই এই ধামরা বন্দরের কান ঘেষেই বেরিয়ে গিয়েছিল ঘূর্ণিঝড় ইয়াস। সেই সময় জলমগ্ন হয়ে পড়েছিল গোটা এলাকা। সেই আতঙ্ক এখনও মনে দগদগে। এবার ধামরাতেই ল্যান্ডফল হওয়ার কথা। ফলে ক্ষয়ক্ষতি আরও মারাত্মক হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*