রোজদিন ডেস্ক:– আলিপুর হাওয়া অফিসের সর্বশেষ রিপোর্ট অনুসারে, গতকাল রাত ১১:৩০ নাগাদ দানার ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়। আজ সকাল ৮:৩০ নাগাদ তা সম্পন্ন হয়। হাভালিখাটি নেচার ক্যাম্পের কাছে এই ল্যান্ডফল হয়েছে বলে খবর। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েক ঘণ্টা ভালোরকম দাপট চালাতে পারে এই ঘূর্ণিঝড়। তবে বিকেল ৪টের পর থেকে আস্তে আস্তে দুর্বল হতে শুরু করবে।
এর প্রভাবে আজ গোটা রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। কোনও কোনও জায়গায় আবার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর স্টর্ম সার্জের সতর্কতা থাকছে।
অন্যদিকে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলি বিকেল অবধি উত্তাল থাকতে পারে বলে জানা যাচ্ছে। মৎসজীবীদের জন্য সতর্কবার্তা জারি রয়েছে। আবহাওয়াবিদদের কথায়, ঘূর্ণিঝড় দানার দাপটে আজ ভালো রকম বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
Be the first to comment