কল্যান বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য

Spread the love

রোজদিন ডেস্ক :-  ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে এক কাণ্ড ঘটিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মেজাজ হারিয়ে কাচের বোতল আছড়ে ভেঙে ফেলেন তিনি। সেই ঘটনা নিয়ে বিতর্ক এই মুহূর্তে তুঙ্গে। এমন সময় এবার তাঁর বিরুদ্ধে চক্রান্ত এমনকি তাঁকে মেরে ফেলার আশঙ্কাও করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

গত মঙ্গলবার সংসদের অ্যানেক্স ভবনে ছিল যৌথ সংসদীয় কমিটির বৈঠক। ওয়াকফ বোর্ড সংশোধনী বিল নিয়ে আলোচনা চলছিল বৈঠকে। এদিন বৈঠকে দুটি সংগঠন ওয়াকফ আইন নিয়ে নিজেদের বক্তব্য জানাচ্ছিল। সেই সময় বারবার নিজের বক্তব্য রাখতে চাইছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সভাপতি তাঁকে বলার সুযোগও দেন। কিন্তু কল্যাণ তাতে সন্তুষ্ট ছিলেন না। তিনি ফের বলতে চাইছিলেন।
এই নিয়ে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রতিবাদ করায় তাঁকে গালিগালাজ করতে থাকেন কল্যাণ। এক পর্যায়ে গিয়ে তিনি কাচের জলের বোতল ছোঁড়েন সভাপতি জগদম্বিকা পালের দিকে। তাতে তাঁর কিছু হয়নি কিন্তু সেই ভাঙা কাঁচে চোট পান কল্যাণ নিজেই। হাতের ২টি আঙুল জখম হয় তাঁর। সেই ঘটনায় তাঁকে বৈঠক থেকে একদিনের জন্য বহিষ্কার করা হয়েছে। এমনকি তাঁর সাংসদ পদ খারিজের দাবীও উঠেছে।
ঘটনার দিন এই নিয়ে তিনি কোনও প্রতিক্রিয়া দেন নি। তবে এবার এই বিষয়ে মুখ খুলে তৃণমূল সাংসদ বললেন, “আমাকে টার্গেট করা হয়েছে, কারণ আমি প্রতিবাদ করি। অসম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষতার বিষয়ে কোন আপোশ করব না। আমাকে খুন করার চক্রান্ত চলছে। ওরা আমাকে খুন করতে পারে”।
এখানেই থেমে থাকেন নি তৃণমূল সাংসদ। এরপর বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, “অভিজিৎ গঙ্গোপাধ্যায় জুডিশিয়ারির কুলাঙ্গার। উকিল ছিল নাকি? ওকে চ্যালেঞ্জ করছি। কলেজিয়ামে দুই জন বন্ধুকে ধরে জাজ হয়েছে। একদিন লিগাল পয়েন্টে একটা মামলা লড়ে দেখাক”। এখনও পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি এই বিষয়ে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*