রোজদিন ডেস্ক :- মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠতেই সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ডের সিদ্ধান্ত নিল দল। রবিবার বিষয়টি প্রকাশ্যে আসতেই সাংবাদিক সম্মেলন করে বর্ষীয়ান নেতাকে শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়ে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে থানায় শ্লীলতাহানির অভিযোগও দায়ের করা হয়েছে। মহিলা সাংবাদিকের দাবি, রবিবার তিনি তন্ময় ভট্টাচার্যর বাড়িতে সাক্ষাৎকার নিতে যান। তখনই তাঁর শ্লীলতাহানি করেন ওই সিপিএম নেতা। যা নিয়ে ফেসবুক লাইভেও সরব হন মহিলা সাংবাদিক। অভিযোগকারী সাংবাদিক বলেন, “অনেক সময় ইন্টারভিউ দিতে দিতে গায়ে হাত দেওয়ার প্রবণতা রয়েছে। এর আগেও অনেকবার হয়েছে, হাতে হাত দিয়েছেন বা একটা ওঁর আচরণ ভাল লাগেনি। কিন্তু আজ যা ঘটল, আমার ক্যামেরা পার্সন ঠিক করে দেয়, কে কোথায় বসবে। ফ্রেমটা কী হবে। প্রত্যেকবার এরকম করেন কোথায় বসব? এখানে বসব? সরে সরে আসেন। তারপরও ইন্টারভিউ নিই। নেওয়ার আগে উনি যখন আমার কোলে বসে পড়েন। তখন বলি এগুলো করবেন না, আমি পছন্দ করি না। আপনি ইয়ার্কি করেন, ঠিক আছে। কিন্তু এগুলো করবেন না। রীতিমতো কোলে বসে পড়েন।”
ব্যরাকপুর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে বরানগর থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৭৪
ও ৭৫-এর ২ ধারায় মামলা রুজু হয়েছে। ২টি ধারাই জামিন অযোগ্য
Be the first to comment