মালদ্বীপে জরুরি অবস্থা জারি, প্রধান বিচারপতি গ্রেপ্তার

Spread the love

মালদ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করেছে। এই রায়ে যে কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করার অতিরিক্ত ক্ষমতা পেল মালদ্বীপের নিরাপত্তা বাহিনী। রবিবার পার্লামেন্টের অধিবেশন বাতিল করে সরকার।
গত বৃহস্পতিবার মালদ্বীপের সুপ্রিম কোর্ট প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ ৯ রাজনৈতিক বন্দীকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেয়। এসব রাজনৈতিক বন্দীর বিরুদ্ধে দায়ের করা মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে জানায় আদালত। এ ছাড়া বহিষ্কার করা ১২ জন এমপিকে স্বপদে ফিরিয়ে আনার আদেশ দেয় আদালত। মালদ্বীপের সর্বোচ্চ আদালতের দেওয়া একটি ঐতিহাসিক রায়কে কেন্দ্র করে রাজনৈতিক সংকট আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় সোমবার জরুরি অবস্থা জারি করা হয়। জরুরি অবস্থা জারির কয়েক ঘণ্টার মধ্যে মালদ্বীপের প্রধান বিচারপতি আব্দুল্লাহ সাঈদকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ বাহিনী। সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। প্রধান বিচারপতি আব্দুল্লাহ সাঈদের সঙ্গে আলী হামিদ নামে অপর একজন বিচারককেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সোমবার রাত থেকে সুপ্রিম কোর্ট এলাকা ঘিরে রেখেছে পুলিশ। মালদ্বীপের পুলিশ এক টুইট বার্তায় বলেছে, এই দু’জন বিচারকের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে কোনো বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*