রোজদিন ডেস্ক :- জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরে বাতাল এলাকায় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে ফের চলল গুলি। জঙ্গিদের এই হামলার পাল্টা উত্তরও দিয়েছে ভারতীয় সেনা।
গত ২৪ তারিখ গুলমার্গে সেনার গাড়িতে হামলা হয়েছিল। ভারতীয় সেনার ১৮ রাষ্ট্রীয় রাইফেলসের গাড়িতে হামলা চালান হয়। সেই ঘটনায় ২ জন জওয়ান শহিদ হয়েছেন, দু’জন সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে। এই হামলার পিছনে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম রয়েছে বলে মনে করা হচ্ছে। তারাই এই ধরনের ক্রস-বর্ডার হামলা চালাতে দক্ষ। সোমবারের হামলার পিছনেও তারা আছে কিনা, সেই ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।
তবে এখনও পর্যন্ত এই সংঘর্ষে কোনও হতাহতের খবর মেলেনি। ইতিমধ্যে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছেন জওয়ানরা। বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে।
চলতি সপ্তাহেই দীপাবলি উৎসব। তার আগে উপত্যকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। এই পরিস্থিতিতে পরপর জঙ্গি হামলার ঘটনা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে স্থানীয় প্রশাসনের। কারণ গত সপ্তাহেই একাধিকবার জঙ্গি হামলা হয়েছে জম্মু-কাশ্মীরে। দুই জওয়ান সহ মোট ১২ জনের মৃত্যুও ঘটেছে। এরই মধ্যে আবার সেনার গাড়িতে গুলি চলার ঘটনা আতঙ্ক বাড়িয়েছে।
Be the first to comment