রোজদিন ডেস্ক :-
পরীক্ষার সময়সূচীতে বদল আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেমিস্টার টু-পরীক্ষায় বদল আনা হয়েছে। আগামী ২৩ মার্চ থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গে এই পরীক্ষা চলবে।
সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, দুপুর তিনটের পরিবর্তে দুটো থেকে বিকেল চারটে অবধি পরীক্ষা চলবে। তবে ভিজুয়াল আর্ট, মিউজিক ও ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা হবে ১ ঘণ্টা ১৫ মিনিটের। দুপুর ২ টো থেকে ৩ টে ১৫ অবধি সেই পরীক্ষা নেওয়া হবে বলে খবর।
পাশাপাশি ৩০ নভেম্বরের মধ্যে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সেরে ফেলার নির্দেশ দিয়েছেন পর্ষদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এদিন নির্দেশিকা জারি করে প্রতিটি স্কুলকে সেই মর্মে চিঠিও পাঠিয়ে দেওয়া হয়েছে।
বস্তুত উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যেই দুটি ধাপে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের সেমিস্টার টু-এর পরীক্ষা নেওয়া হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে দুপুর ১.১৫ মিনিটে। তারপরেই সেমিস্টার টু-এর পরীক্ষা একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য শুরু হবে দুপুর দুটো থেকে।
২০২৫-এর মার্চে শেষ বারের মতো বার্ষিক ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। কারণ, এর পরবর্তী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫-২৬ থেকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা। ২০২৪-এ মাধ্যমিকে উত্তীর্ণ পড়ুয়ারা ওই পদ্ধতিতে প্রথমবার পরীক্ষা দেবে।
Be the first to comment