কালীপূজোর আগেরদিন ফের রাস্তায় কিঞ্জল – অনিকেতরা, এবার টার্গেট সিবিআই দফতর

Spread the love

রোজদিন ডেস্ক :-  কালীপূজোর আগে ফের রাস্তায় জুনিয়র চিকিৎসকেরা। স্বাস্থ্যভবন অভিযানের পর এবার সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর’স ফ্রন্ট। দরকার হলে সিবিআই দফতরের সামনে ধর্নাতেও বসতে পারেন তাঁরা।

জুনিয়র ডক্টরস ফ্রন্টের কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো, দেবাশিস হালদারদের দাবি, সিবিআইয়ের চার্জশিট মানি না। সঞ্জয় রায় একা এমন নারকীয় ঘটনা ঘটাতে পারে না। কলকাতা পুলিশ ও সিবিআইয়ের মধ্যে সমঝোতা হয়েছে। তারই ফল এই চার্জশিট। এর প্রতিবাদেই কালীপুজোর আগেরদিন দুপুর তিনটেয় সিজিও কমপ্লেক্স ঘেরাও করবেন তাঁরা।
প্রসঙ্গত, ৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার সুবিচার চেয়ে পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। মিটিং-মিছিল-ধরনা-কর্মবিরতি, এমনকী অনশনও করেছেন তাঁরা। অবশেষে গত সোমবার অনশন তোলেন তাঁরা। কিন্তু শনিবারের গণ কনভেনশন থেকে আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছিলেন, রাজপথ তাঁরা ছাড়ছেন না। সোমবার নিজেদের আগামী কর্মসূচির কথা ঘোষণা করে দিল তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*