রোজদিন ডেস্ক :- দীপাবলীর উৎসব শুরুতেই কেরলের বুকে ঘটে গেল ভয়াবহ এক দুর্ঘটনা। বাজির গুদামে আগুন লেগে ঘটল ভয়াবহ বিস্ফোরণ। তার জেরেই অনেকে দগ্ধ হলেন আগুনে, কেউ বা পদপিষ্ট হলেন। কেরলের নীলেশ্বরমের কাছে একটি মন্দিরে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন সোমবার রাতে এই দুর্ঘটনা টি ঘটে। দুর্ঘটনায় ১৫০ জনেরও বেশি মানুষ জখম হয়েছেন।
এই দুর্ঘটনার ফলে অন্তত ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। সোশ্যাল মিডিয়াতে সেই বিস্ফোরণের ভিডিও ছড়িয়ে পড়ে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, প্রচুর মানুষের ভিড় ছিল সেখানে। রাতের দিকে মন্দির সংলগ্ন একটি বাজির গুদামে আচমকা আগুন লাগে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আগুন নেভানোর কাজ শুরু হয়। জেলাশাসক, পুলিশ সুপারও রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান।
সংবাদমাধ্যম সূত্রে খবর, মন্দির সংলগ্ন এলাকায় আতসবাজির প্রদর্শনী চলছিল। সেই সময়েই একটি বাজি দুর্ঘটনাবশত বাজির গুদামের দিকে চলে যায়। তা থেকেই আগুন ধরে যায় বাজির গুদামে। গুদামে আরও প্রচুর পরিমাণে বাজি মজুত রাখা ছিল।
দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেঙ্গালুরু, কান্নুর এবং কসরগড়ের একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে
তবে মঙ্গলবার সকাল পর্যন্ত কারোর মৃত্যুর খবর মেলেনি।
VIDEO | Kerala: Over 150 people were injured, including eight seriously, in a fireworks accident during a temple festival near Neeleswaram, #Kasargod, late on Monday. The injured have been taken to various hospitals in Kasargod, Kannur, and Mangaluru.#KeralaNews #Kerala… pic.twitter.com/jGcrSxi31i
— Press Trust of India (@PTI_News) October 29, 2024
Be the first to comment