রোজদিন ডেস্ক :- বাংলায় নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল। তৃণমূল নেতা সুব্রত বক্সি একটি চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনে। সেই চিঠিতে লেখা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ নির্বাচনী আদর্শ আচরণবিধি ভেঙেছেন। ইন্টিগ্রেটেড চেক পয়েন্ট, প্যাসেঞ্জার টার্মিনাল ও পেট্রাপোলে মৈত্রী দ্বার উদ্বোধন করে তিনি নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন।
প্রসঙ্গত এবারের বঙ্গ সফরে ২৭ অক্টোবর অমিত শাহের এই কর্মসূচি ছিল। রবিবার পেট্রাপোল সীমান্তে গিয়ে রাজ্যকে বেলাগাম তোপ দাগেন স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূলের লেখা চিঠিতে বলা হয়েছে, নির্দেশিকাতে স্পষ্টভাবে নির্দেশ রয়েছে যে “মন্ত্রীরা তাদের সরকারি সফরে নির্বাচনী কাজে কর্মীদের অফিসিয়াল যন্ত্রপাতি ব্যবহার করবেন না, সরকারী বিমান, যানবাহন, সরকারি পরিবহন ব্যবহার করা হবে না।” তৃণমূল লিখেছে যে নির্দেশনাগুলি স্পষ্টভাবে উল্লেখ করা সত্ত্বেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই নিয়ম লঙ্খন করেছেন।
রাজ্যে সামনেই উপর্নিবাচন। ভোট হবে উত্তর ২৪ পরগনার নৈহাটি, হাড়োয়াতে। আর এই জেলাতে দাঁড়িয়েই সরকারি অনুষ্ঠানি রাজনৈতিক মন্তব্য করতে দেখা গেছে অমিত শাহকে। তৃণমূলের বক্তব্য “পেট্রাপোলে আনুষ্ঠানিক ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কুৎসা রটিয়েছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং দলের মাননীয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য মানহানিকর।”
প্রসঙ্গত সম্প্রতি পশ্চিমবঙ্গে এসে পরিবর্তনের ডাক দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাতে কলকাতায় এসেছেন তিনি। রবিবার বনগাঁয় গিয়েছিলেন সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র একটি অনুষ্ঠানে যোগ দিতে। সরকারি সেই অনুষ্ঠানেও শাহের মুখে শোনা যায় রাজনৈতিক বার্তা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেই বাংলায় পরিবর্তনের ডাক দেন তিনি। জানালন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের সমস্যা আর থাকবে না। বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনি অনুপ্রবেশ বন্ধ করে দেবে বিজেপি সরকার। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন তিনি। এই নিয়েই অভিযোগ জানিয়ে এবার জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখল তৃণমূল কংগ্রেস।
Be the first to comment