ছট পুজোর আগে ঘাটগুলিতে বিশেষ সতর্কতার নির্দেশ মেয়রের

Spread the love

রোজদিন ডেক্স: বাংলা জুড়ে চলছে উৎসবের মরশুম। সবে শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, এরপর কালীপুজো তারপরেই আসবে ছট পুজো। আর এই ছট পুজো উপলক্ষে বুধবার কলকাতা পুরসভায় পুলিশ বন্দর কর্তৃপক্ষ এবং পূর্ত দপ্তরকে নিয়ে বৈঠকে বসেন মেয়র। বৈঠক শেষে মেয়র ফিরহাদ হাকিম জানান কেএমডিএ-র ৪০টা ঘাট, কলকাতা পৌরসভার কৃত্রিম ঘাট তৈরি করার পাশাপাশি আরো ২২ টি গঙ্গার ঘাটকে ঘিরে সব রকমের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উত্তর কলকাতা নিমতলা গঙ্গার ঘাটে বেশ কিছুটা অংশ ভাঙ্গন দেখা দিয়েছে। শুধু মুর্শিদাবাদ বা মালদা জেলা নয়,কলকাতাতেও নিমতলা গঙ্গার ঘাটে গঙ্গায় ভাঙ্গন দেখা দিয়েছে।
তাই সেখানে বন্দর কর্তৃপক্ষকে আগাম বিপজ্জনক অংশ চিহ্নিত করে ছট পূজার পুণ্যার্থীদের সতর্কবার্তা নোটিশ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রতিটি গঙ্গা এবং পুকুর ঘাট গুলি সম্প্রতি ডানা ঘূর্ণিঝড়ের জেরে বৃষ্টির দরুন জল ভরে রয়েছে। পুকুর পাড়ের ঘাটগুলি শ্যাওলায় ভর্তি হয়ে রয়েছে। পুণ্যার্থীদের পুকুর পাড়ে এসে যাতে জলে নামতে গিয়ে পা পিছলে না যায় তার জন্য সেই ঘাটের পাড় গুলি ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং যে রাস্তা দিয়ে ছট পুজোর পুণ্যার্থীরা গঙ্গা কিংবা পুকুর পাড়ে যাবেন সেই রাস্তায় যাতে কোন খানাখন্দ না থাকে পিচ করে দেওয়া হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে। প্রত্যেকটি গঙ্গার ঘাটে বন্দর কর্তৃপক্ষকে বাড়তি সর্তকতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দই ঘাট কলকাতা পুরসভা পরিচালনা করে তাই ওই ঘাটের দেখভাল কলকাতা পৌরসভা করবে। কেএমসি, কেএমডিএ, কলকাতা পুলিশ ও কলকাতা বন্দর কর্তৃপক্ষ একসাথে ছট পূজা উপলক্ষে গঙ্গার ঘাট গুলি পুণ্যার্থীদের জন্য সমস্ত রকম ব্যবস্থা করে দেবে। প্রতি ঘাটে থাকবে মহিলাদের জন্য পৃথক জামা কাপড় বদলানোর ঘর এবং জোরালো আলো টয়লেট তার ব্যবস্থা থাকবে ঘাট গুলিতে। শহরের যে পুকুরগুলিতে যাওয়া যাবেনা সেখানে পুন্যার্থীরা যাতে আগাম জানতে পারে তার জন্য কলকাতা পুলিশকে প্রচার করার জন্য নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। বেঙ্গল কেমিক্যাল এর পুকুরে পুণ্যার্থীরা না যায় তার জন্য আগাম পুণ্যার্থীদের সতর্ক করতে কলকাতা পুলিশকে বলা হয়েছে। অন্যদিকে, গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনে এ বছরও ছট পুজোর সময় বন্ধ রাখা হবে রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবর লেক এদিনের বৈঠকে রেলের তরফে আসার কথা থাকলেও তাঁরা আসেননি। যদিও রেলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি ছট পুজোর দু দিন গঙ্গার ধার দিয়ে যে চক্র রেল চালানো হয়,সেটাও বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে।রেল সূত্রে অবশ্য আগেই জানানো হয়ছে আগামী ৭ এবং ৮ তারিখ প্রিন্সেপ্ ঘাট থেকে বাগবাজার পর্যন্ত ট্রেন বন্ধ থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*