মঙ্গলবার সফলভাবে ব্যালিস্টিক মিসাইল অগ্নি-১(A) উৎক্ষেপণ করল ভারত। এদিন সকাল সাড়ে ৮টায় ওড়িশা উপকূলের আব্দুল কালাম আইল্যান্ড থেকে মিসাইলটির উৎক্ষেপণ করা হয়। ৭০০ কিলোমিটার দূরের কোনও লক্ষ্যকে আঘাত করতে পারে এই অগ্নি-১। প্রতিরক্ষা দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, আবদুল কালাম আইল্যান্ডের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের প্যাড-৪ থেকে মিসাইলটির উৎক্ষেপণ করা হয়েছে।
প্রসঙ্গত মিসাইলটি ৪.৮ মিটার দীর্ঘ এবং ১.৩ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট। কঠিন এবং তরলের সংমিশ্রণও রয়েছে এতে। সেকেন্ডে ২.৫ কিলোমিটার বেগে ছুটতে পারে অগ্নি-১(A)। এছাড়া অগ্নি-১ এর উচ্চতা ১৫ মিটার, ওজন ১২ টন। হাজার কেজির ওজন বইতে সক্ষম এই মিসাইল।
Be the first to comment