রোজদিন ডেস্ক :- আবহাওয়া দ্রুত বদলাতে চলেছে। আগামী ১ নভেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে বলে অনুমান। বদলাচ্ছে আবহাওয়া ঠিক সেই কারণে অক্টোবরের শেষে আবার ভ্যাপসা গরম। যার জেরে নাজেহাল হচ্ছেন সকলে।এখনো শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ১ নভেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে।
আসন্ন কালী পূজা ও দিওয়ালিতে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে।
হাওয়া অফিস জানাচ্ছে, ১ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ও হতে পারে, তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ৩১ অক্টোবর কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
Be the first to comment