রোজদিন ডেস্ক :- গোটা রাজ্যের ভার তাঁর কাঁধে ৷ সেই ব্যস্ততার মাঝেই বাড়ির কালীপুজোর দিন কিছুটা সময় বের করে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রতি বছর মুখ্যমন্ত্রীর বাড়িতে ধুমধাম করে কালীপুজো হয়। প্রত্যেক বছরের মতো এবারও রাজ্যপাট সামলে নিজের বাড়ির পুজোর তদারকি করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। প্রতিবারই তিনি নিজে হাতে মা কালীর ভোগ রাঁধেন। সাজিয়ে তোলেন প্রতিমাকে। এবছরও তার ব্যাতিক্রম নয়। বাড়ির ছোট্ট মণ্ডপে এবছরও ব্যস্ত তিনি। ভোগ রান্না থেকে অতিথি আপ্যায়ন, বাজালেন কাসর ঘণ্টা; নিজে হাতে সব করলেন তিনি। পুজো উপলক্ষে তার বাড়িতে হাজির ছিলেন সাধারণ মানুষ থেকে ভিভিআইপি সকলে।
হলুদ-লাল শাড়ি, সোনার গয়নায় ‘দিগম্বরী’র ছবি পোস্ট করেছেন মমতা। সকালে বাংলার মানুষকে শুভেচ্ছাও জানিয়েছিলেন। এবার সন্ধেবেলা কালী আরাধনার ছবি দেখা গেল। বাড়ির সামনে লেখা রয়েছে ‘শুভ দীপাবলি’। মুখ্যমন্ত্রীর নিজের হাতে আঁকা ছবিও দেখা গেল সেখানে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেখানে ছিলেন। অভিষেক মাতৃমূর্তি কে প্রণাম করেন এবং তাঁর পিসি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পা ছুঁয়ে প্রণাম করেন। এ বছরও তার অন্যথা হয়নি।
Be the first to comment