রোজদিন ডেস্ক :– কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতাধিক উত্তরপত্র উধাও হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে তিনটি কলেজের স্নাতকোত্তরের ১২০টি উত্তরপত্র হারিয়ে গেছে।দীর্ঘদিন ধরেই কলেজে কলেজে স্নাতকোত্তর পড়ানো হয়। আর এমনই তিনটি কলেজের উত্তরপত্র হারিয়ে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিন্ডিকেট বৈঠক ডেকে কী পদক্ষেপ করা যায় তার একটা সিদ্ধান্ত নিতে চলেছেন তাঁরা।
জানা যাচ্ছে অন্য উত্তরপত্রে ছাত্র-ছাত্রীরা যা নম্বর পেয়েছেন, সেই সর্বোচ্চ নম্বরের ভিত্তিতেই এই বিষয়ে নম্বর দেওয়া হতে পারে। অন্যদিকে যদি পড়ুয়াড়া চান, নতুন করে পরীক্ষা দিতে, তাহলে সেটাও করা যেতে পারে বলে খবর।
মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ঘটনা সামনে আসলেও স্নাতকোত্তর পর্বের উত্তরপত্র হারানোর ঘটনা নজিরবিহীন। জানা যাচ্ছে, একটা মাত্র কলেজের ক্ষেত্রে হারিয়ে যাওয়া উত্তরপত্রের নম্বর সাইটে আপলোড করা গিয়েছিল। বাকিগুলো করা হয়নি। কে, কত নম্বর পেয়েছেন তা আর জানা যাবে না।
খাতা হারানোর ঘটনায় কড়া বার্তা দিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য। তিনটি কলেজের প্রিন্সিপালকে ইতিমধ্যেই খাতা হারানোর ঘটনায় অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছেন।
কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত সেটাও ক্ষতিয়ে দেখার কথা বলা হয়েছে। পাশাপাশি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে অভিযুক্তের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে।
Be the first to comment