রোজদিন ডেস্ক :- লাল বলের ক্রিকেটে নতুন নজির গড়লেন রবীন্দ্র জাদেজা। ছাপিয়ে গেলেন জাহির খান এবং ইশান্ত শর্মাকে। ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের এলিট তালিকায় প্রবেশ করলেন। ঢুকে পড়লেন প্রথম পাঁচে। পঞ্চম স্থানে রয়েছেন ভারতীয় অলরাউন্ডার। তাঁর সংগ্রহ ৩১২ উইকেট। জাহির এবং ইশান্তের ৩১১ উইকেটের রেকর্ড এদিন ভেঙে দেন জাড্ডু। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেশনে তিন উইকেট তুলে নিয়ে টিম ইন্ডিয়াকে ম্যাচে ফেরান জাদেজা। একই ওভারে ফেরান উইল ইয়ং এবং টম ব্লান্ডেলকে। চায়ের বিরতির আগে গ্লেন ফিলিপসকেও আউট করেন। চলতি সিরিজে সেরা ফর্মে নেই জাদেজা। কিন্তু দলের প্রয়োজনে জ্বলে উঠলেন। কিউয়িদের মিডল অর্ডারের মেরুদণ্ড ভেঙে দেন। টেস্ট বোলারদের এলিট তালিকায় একনম্বরে অনিল কুম্বলে। তাঁর উইকেট সংখ্যা ৬১৯। ৫৩৩ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় স্থানে কপিল দেব। কিংবদন্তির শিকার ৪৩৪ উইকেট। ৪১৭ উইকেট সংগ্রহ করে চার নম্বরে হরভজন সিং।
নিউজিল্যান্ডকে রানে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন ড্যারেল মিচেল। ৮২ রানে অপরাজিত তিনি। মুম্বইয়ের গরমের সঙ্গে মানাতে হিমশিম খাচ্ছে কিউয়ি ব্যাটাররা। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। তৃতীয় টেস্টে নেই যশপ্রীত বুমরা। তাঁর জায়গায় সুযোগ পান মহম্মদ সিরাজ। প্রথমদিকে পেসাররা পিচ থেকে সাহায্য পেলেও, বেলা গড়াতেই উইকেট থেকে টার্ন পাচ্ছে স্পিনাররা। ৭১ রান করেন উইল ইয়ং। মধ্যাহ্নভোজের বিরতিতে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান ছিল ৯২। দ্বিতীয় সেশনে ১০০ রান যোগ হলেও আরও ৩ উইকেট হারায় কিউয়িরা। চায়ের বিরতিতে ৬ উইকেট হারিয়ে ১৯২ রান ছিল। তৃতীয় সেশনের শুরুতেই আরও ২ উইকেট হারিয়ে বিপাকে নিউজিল্যান্ড। ৫ উইকেট তুলে নেন জাদেজা। যত সময় এগোবে, এই পিচে ব্যাট করা আরও কঠিন হবে। পরিবেশ এবং পরিস্থিতির ফায়দা তোলা উচিত ভারতের।
Be the first to comment