মার্কিন যুক্তরাষ্ট্রে প্রয়াত হলেন মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লুক

Spread the love

রোজদিন ডেস্ক :-  অভিনেত্রী হেলেনা লুক, যিনি মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী ছিলেন, রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। নৃত্যশিল্পী ও অভিনেত্রী কল্পনা আইয়ার তাঁর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। হেলেনা অমিতাভ বচ্চনের ১৯৮৫ সালের চলচ্চিত্র মর্দে তার ভূমিকার জন্য জনপ্রিয় ছিলেন। তিনি মিঠুন চক্রবর্তীর সাথে ৪ মাস বিয়ে করেছিলেন, কিন্তু তাদের বিয়ে ৪ মাসের মধ্যেই শেষ হয়ে যায়।

হেলেনা রবিবার সকাল ৯টা ২০তে ফেসবুকে তার শেষ পোস্ট করেছিলেন যেখানে তিনি লিখেছেন, “অদ্ভুত লাগছে। মিশ্র আবেগ এবং অস্থির, কেন জানি না…।”
একটি পুরনো সাক্ষাৎকারে হেলেনা মিঠুনের সঙ্গে চার মাস বয়সী বিয়েকে ‘ঝুলন্ত স্বপ্ন’ বলে অভিহিত করেছিলেন। তিনি স্টারডাস্ট ম্যাগাজিনকে বলেছিলেন, “আমি কেবল এটাই ভাবি, যদি এটা না ঘটত, তাহলে ভাল হত। উনিই আমায় মগজ ধোলাই করেছিলেন, যাতে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম, যে তিনিই আমার জন্য শ্রেষ্ঠ পুরুষ। দুর্ভাগ্যক্রমে, তিনি সফল হয়েছেন।” অভিনেত্রী ভাগ করে নিয়েছিলেন, “আমি তার কাছে কোনওদিন ফিরে যাব না যদি সে সবচেয়ে ধনী লোকও হয়। আমি এমনকি খোরপোশের জন্যও জিজ্ঞাসা করিনি। এটি একটি দুঃস্বপ্ন ছিল এবং সেটা শেষ হয়ে গেছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*