তিনি মুলত ফিঙ্গার স্পিনার, যার জন্য সীমিত ওভারের ক্রিকেট তাঁর কাছে দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে। কঠিন সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার জন্যই নিজেকে প্রস্তুত করছেন ভারতের টেস্ট দলের এক নম্বর স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অফস্পিন দিয়েই তিনি তাঁর ক্যারিয়ারের সব সাফল্য পেয়েছেন, তবে এবার খোলস বদলে লেগস্পিনটাও রপ্ত করতে যাচ্ছেন তিনি। সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলে এখন যুযুবেন্দ্র চাহাল এবং কুলদিপ সিং এই দুজন রিস্ট স্পিনার জাঁকিয়ে রয়েছেন। সেই রিস্টস্পিন শিল্পটা নিয়ে অনেক দিন ধরেই কাজ করছেন অশ্বিন। সোমবার ঘরোয়া ওয়ানডে ম্যাচে গুজরাটের বিপক্ষে এই অস্ত্র প্রয়োগ করে সাফল্যও পেয়েছেন।
কিন্তু অশ্বিন হঠাৎ কেন অফস্পিন ছেড়ে লেগস্পিন ধরলেন? আসল ব্যাপার হলো, সীমিত ওভারে ভারতীয় দলে প্রতিযোগিতা। বেশ কিছু স্পিনার ভারতীয় দলে দারুণ পারফর্ম করছেন। যদিও টেস্টে দলের প্রথম পছন্দ তিনি কিন্তু তা হলেও ছোট ফরম্যাটের ক্রিকেটে খুব একটা সুবিধা করতে পারছেন না অশ্বিন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সুযোগ পাননি। তার জায়গায় খেলতে গিয়ে স্পিন ভেল্কি দেখাচ্ছেন লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল আর বাঁহাতি রিস্টস্পিনার কুলদ্বীপ যাদব। তাই এই প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে লেগস্পিন নিয়ে ভীষণ সিরিয়াস অশ্বিন। সামনের আইপিএলেই হয়ত দেখা যেতে পারে লেগস্পিনার অশ্বিনকে।
Be the first to comment