প্রিয়াঙ্কার জন্য প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার পাঠালেন কালীঘাটের প্রসাদ ও ফুল, ফোনে কথাও হলো তাঁদের

Spread the love

রোজদিন ডেস্ক :- কেরলের ওয়েনাড়ে কংগ্রেস প্রার্থী প্রিয়ঙ্কা গান্ধী বঢরার জয় কামনায় কালীঘাট মন্দিরে দেওয়া পুজোর ফুল ও প্রসাদ কেরলের ওয়েনাড়ের পার্টি অফিসে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর হাতে তুলে দিলেন এইসিসির সদস্য বিশ্বজিৎ সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

গত বৃহস্পতিবার কালিপুজোর দিন কলকাতা জেলা কংগ্রেসের উদ্যোগে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কালীঘাট মন্দিরে পুজো দেন কেরলের ওয়েনাড়ে কংগ্রেস প্রার্থী প্রিয়ঙ্কা গান্ধী বঢরার জয় কামনায় এবং এ রাজ্যের মহিলাদের সুরক্ষা এবং ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীদের জন্য। সেই ফুল ও প্রসাদ কেরলের ওয়েনাড়ে কংগ্রেস প্রার্থীর হাতে পৌঁছে দিলেন এইসিসির সদস্য বিশ্বজিৎ সরকার। এদিন কেরল থেকে প্রিয়ঙ্কা গান্ধী প্রদেশ কংগ্রেসের সভাপতির সাথে ফোনে কথা বলে কৃতজ্ঞতা জানান। কংগ্রেস সূত্রে খবর, বাংলার মানুষের জন্য শুভেচ্ছা ও ধন্যবাদও জানান প্রিয়াঙ্কা।
প্রসঙ্গত, দেশের তিন রাজ্যের ১৪টি বিধানসভা আসনে উপ নির্বাচন হওয়ার কথা ছিল আগামী ১৩ নভেম্বর। কিন্তু, কমিশন জানিয়েছে, একাধিক রাজনৈতিক দল ভোটের দিন পরিবর্তনের আর্জি জানায়। কলপথি রসথোলসভম (১৩-১৫ নভেম্বর), কার্তিক পূর্ণিমা (১৫ নভেম্বর), গুরু নানকের প্রকাশ পরব (১৫ নভেম্বর) মতো উৎসবের জন্যই ভোটের তারিখ বদলের অনুরোধ জানানো হয়। উৎসবগুলির জন্য ভোটদানের হারের উপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তারা। এই দাবির পরিপ্রেক্ষিতেই উপ নির্বাচনের দিন পিছিয়ে দেওয়া হয়। উত্তরপ্রদেশের ন’টি, পাঞ্জাবের চারটি ও কেরলের একটি বিধানসভা আসনের উপ নির্বাচনে ভোটের দিন বদল করা হয়েছে। কেরলের বিধানসভার উপ নির্বাচনের তারিখ বদল হলেও ওয়েনাড়ে আসনের উপ নির্বাচনে ভোট গ্রহণ নির্ধারিত ১৩ নভেম্বরই হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*