সাত সকালে উপত্যকায় ফের চলল গুলি, সেনার গুলিতে নিহত এক জঙ্গি

Spread the love

রোজদিন ডেস্ক :-  মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে বন্দিপোরাতে একটি এনকাউন্টারে সেনা জওয়ান এবং একজন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। এনকাউন্টারে এক জঙ্গি নিহত হয়েছে।

আধিকারিকরা বলেছেন যে তারা আল্ট্রাদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে বান্দিপোরা জেলার চুন্টপাথরি বনাঞ্চলে একটি কর্ডন অনুসন্ধান অভিযান শুরু করেছিলেন ভারতীয় সেনাদল।কেতসুন বন এলাকায় জঙ্গিরা সেই সময় নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালালে তখন পাল্টা গুলিবর্ষণ শুরু হয়।

আহত কর্মকর্তাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সূত্র মারফত জানা যায় যে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন ও অস্ত্রপচার চলছে।

এর আগে মঙ্গলবার জম্মু ও কাশ্মীর পুলিশ কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের 22RR এবং 92 BN সহ একজন জঙ্গিকে গ্রেপ্তার করেছিল সেনাদল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*