আদালতের নির্দেশে রবীন্দ্র-সুভাষ সরোবরে বন্ধ ছটপুজো

Spread the love

রোজদিন ডেস্ক :- আদালতের নির্দেশে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছটপুজোর অনুষ্ঠান বন্ধ। জলদূষণ রুখতেই এই নির্দেশ। বুধবার রাত ৮টার পর থেকেই সর্বসাধারণের জন্য বন্ধ দুই সরোবর। রবীন্দ্র সরোবরের পরিবর্তে গল্ফগ্রিন, কসবা, যাদবপুর এলাকার বেশ কিছু অস্থায়ী জলাশয়ে আয়োজন করা হয়েছে ছটপুজোর।

বুধবার দুপুর থেকে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের নিরাপত্তায় প্রায় ১৫০ পুলিশকর্মী মোতায়েন করছে লালবাজার। সংশ্লিষ্ট ডিভিশনের একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারের নেতৃত্বে ছ’টি গেটে থাকছে বিশেষ পাহারা। ছটপুজো উপলক্ষ্যে শহরজুড়ে মোট পাঁচ হাজার বাড়তি ফোর্স মোতায়েন করা হচ্ছে। একই সঙ্গে নিষিদ্ধ শব্দবাজির দাপট রুখতেও তৎপর পুলিশ। নিরাপত্তায় থাকছে রিভার ট্রাফিক পুলিশ, বিপর্যয় মোকাবিলা দল, ওয়াচ টাওয়ার ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে বলেও জানা গেছে।

কিন্তু, বিভিন্ন ছোট পুকুর, ঘাট, অস্থায়ী ঘাট মিলিয়ে ১০০টি জায়গায় ছটপুজোর (Chhath Puja) অনুমতি দেওয়া হয়েছে। সেই সমস্ত এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকবে স্থানীয় থানা। ছটপুজো উপলক্ষ্যে শহরজুড়ে মোট পাঁচ হাজার বাড়তি ফোর্স মোতায়েন করা হচ্ছে। একই সঙ্গে নিষিদ্ধ শব্দবাজির দাপট রুখতেও তৎপর পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*