দীর্ঘ কর্মজীবনের পরিসমাপ্তি ঘটলো আজ, অবসর নিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়

Spread the love

রোজদিন ডেস্ক :-  দীর্ঘ কর্মজীবনের অবশেষে সমাপ্তি ঘটলো প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের।আনুষ্ঠানিকভাবে তাঁর কর্মজীবন শেষ হচ্ছে আগামী ১০ নভেম্বর। তবে আগামী দুদিন শনি ও রবিবার হওয়ায় আজ শুক্রবারই ছিল তাঁর শেষ কর্মদিন। এদিন তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সেখানেই কপালে হাত ঠেকিয়ে সকলকে নমস্কার করলেন প্রধান বিচারপতি।

আজ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড় অন্তিম বার বললেন,”কারও মনে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।আগামিকাল থেকে আর ন্যায়বিচার দিতে পারব না। কিন্তু আমি সন্তুষ্ট।”

২০২২ সালের ৯ নভেম্বর প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেও ডিওয়াই চন্দ্রচূড় বিচারপতি হিসেবে দায়িত্বভার সামলাচ্ছেন সেই ২০১৬ সাল থেকে। বিচারপতি হিসেবে এই ৮ বছরের কর্মজীবনে বহু জটিল মামলায় কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তিনি। দিয়েছেন একাধিক ঐতিহাসিক রায়। যার মধ্যে উল্লেখযোগ্য গোপনীয়তার অধিকার, অযোধ্যা মামলা, শবরীমালায় মহিলা প্রবেশের অনুমতি প্রভৃতি। শুক্রবার প্রধান বিচারপতির বিদায় সম্ভাষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক মনু সিংভি, কপিল সিব্বলের মতো আইনজীবীরা। সেখানে দেশের বিচারবিভাগে চন্দ্রচূড়ের অবদানের কথা তুলে ধরেন আইনজীবীরা।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় পুরনো দিনের কিছু স্মৃতিচারণ করে বলেন,“তরুণ বয়সে এই আদালতে আসতাম। খুঁটিয়ে দেখতাম এই আদালত আর আদালতের এই দুটো পোট্রেট। এর পর আজ রাতে ভাবছিলাম, দুপুর ২ টোয় আদালত খালি হয়ে যাবে, আমি নিজেকে স্ক্রিনে দেখব। আপনাদের সবার উপস্থিতিতে আমি অভিভূত। আমরা কাজ করব আবার চলেও যাব। কিন্তু প্রতিষ্ঠানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে।”

এরপর প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের পরবর্তী আসনে দেশের প্রধান বিচারপতির দায়িত্ব নেবেন বিচারপতি সঞ্জীব খান্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*