এবার আঘাতের কবলে পড়লেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করার সময় হাতের কব্জিতে চোট পান তিনি। এ কারণে তাঁকে আগামী চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট। যার জেরে ভারতের সঙ্গে হওয়া ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলো ও আসন্ন তিনটি টি-২০ ম্যাচের সিরিজ খেলতে পারবেন না ডি কক।
আসন্ন ম্যাচ গুলোর জন্য ডি ককের বদলি হিসেবে দলে এখন একমাত্র উইকেটরক্ষক হিসেবে রয়েছেন প্রথমবার দলে ডাক পাওয়া হেনরিচ ক্লাসেন। তৃতীয় ওয়ানডেতে ভারতের বিরুদ্ধে তাঁর অভিষেক হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে তৃতীয় টেস্টে বিরাট কোহলির ক্যাচ ধরতে গিয়ে আঙ্গুলে চোট পান ডি ভিলিয়ার্স। এরপরে প্রথম ওয়ানডেতে কোহলির ক্যাচ ধরার সময়ই আঙ্গুলে চোট পান অধিনায়ক ফাফ ডু প্লেসি। এ নিয়ে শেষ দশ দিনে দক্ষিণ আফ্রিকার তিন সেরা খেলোয়াড় আহত হলেন। ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ২-০ তে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকানরা।
Be the first to comment