রোজদিন ডেস্ক :- শেষ হল সফর। এবার তার বিদায় নেওয়ার পালা। হ্যাঁ,সোমবার শেষবারের মতো আকাশপথে উড়ে বেড়ালো ‘ভিস্তারা(Vistara)’এর বিমান। বিদায়বেলায় আবেগান্বিত হয়ে পড়লেন বিমান কর্মীরা। দু’বছর আগেই জানা যায় এয়ার ইন্ডিয়া এর সঙ্গে একত্রিত হয়ে পথ চলতে শুরু করছে ভিস্তারা। সেই চুক্তিমতো গতকাল, অর্থাৎ ১১ নভেম্বর ছিল রানওয়েতে ভিস্তারার শেষদিন।
এ দিন ভিস্তারার বিদায়বেলায় আবেগপ্রবন হয়ে পড়েন কর্মীরা। দিল্লিগামী শেষ বিমান ছাড়ার আগে রানওয়েতে বিশেষ ফেয়ারওয়েল জানানো হয় ‘ভিস্তারা’কে। অন্যদিকে এদিকে ভিস্তারার তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বলা হয়েছে, “বিমান যখন আকাশে ওড়ে, তখন তার সঙ্গে আমাদের ভবিষ্যতের স্বপ্নগুলোও পরিবর্তিত হতে থাকে। আমাদের সর্বদা লক্ষ্য যাত্রীদের আরও ভাল পরিষেবা দেওয়া।তাই আমরা মনে করি আকাশ ছোঁয়ার শেষ নেই, সেখানে শুধুই শুরু।”
দুই বছর আগেই ‘এয়ার ইন্ডিয়া’-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয় ভিস্তারার। আজ থেকে ভিস্তারার সমস্ত বিমান এয়ার ইন্ডিয়ার অধীনে। দুটি সংস্থা টাটা এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স মিলে পরিচালনা করবে এই বিমান। প্রসঙ্গত, ২০১৫ সালের ৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হয় ভারতের ভিস্তারার।
‘ভিস্তারা’ নামটি নেওয়া হয়েছে মূলত ‘বিস্তার’ থেকে। এর মানে হচ্ছে ব্যাপ্তি বাড়ানো। আজ তার সমাপ্তি ঘটলো।অন্যদিকে আজ থেকেই সকালে প্রথম দোহার উদ্দেশ্যে রওনা দিল এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারার মিলিত বিমান।
Be the first to comment