সল্টলেকে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল এক খুদের, আহত দুজন

Spread the love

রোজদিন ডেস্ক :-  দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল এক খুদের। আহত স্কুটি চালক-সহ আরও এক পড়ুয়া। সল্টলেক ২ নম্বর গেটের সামনে পথ দুর্ঘটনা, প্রাণ গেল তৃতীয় শ্রেণীর এক ছাত্রের। এক স্কুল পড়ুয়া সহ আহত হয় মোট দু’জন। এর আগে বেহালা ও বাঁশদ্রোণীতে পরপর দুটি পথ দুর্ঘটনায় দু’জন ছাত্রের মৃত্যু হয়েছিল। মঙ্গলবার দুপুরে সল্টলেকের ২ নম্বর গেটের সামনে এই পথ দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা মৃতদেহ আটকে রেখে রাস্তা অবরোধ করে। পরে পুলিশ এসে অবরোধ আলোচনার মাধ্যমে সরিয়ে দেয়। দুটি বাসকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সল্টলেক লাগোয়া বেসরকারি স্কুলের পড়ুয়াদেরকে নিয়ে বাড়ি ফিরছিলেন অভিভাবক। সেই সময় সল্টলেক ২ নম্বর গেটের দিকথেকে ২১৫ এ রুটের দুটি বাস রেষারেষি করছিল। বাস দুটি উল্টোডাঙার দিকে যাচ্ছিল। এই সময় ঘটে এই দুর্ঘটনাটি। জানা গিয়েছে, সেই সময় ওই দুটি বাস রেষারেষি করতে গিয়ে স্কুটিকে ধাক্কা মারে। ফলে গুরুতর আহত হন তারা। আহত অভিভাবক সহ তাদেরকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় উল্টোডাঙ্গার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে এক পড়ুয়ার অবনতি হওয়ার ফলে তাকে নিয়ে যাওয়া হয় অন্যত্র।
কিন্তু সেখানেই ওই তৃতীয় শ্রেণীর পড়ুয়ার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ যেখানে এই দুর্ঘটনাটি ঘটে সেখানে মঙ্গলবার দুপুরে ট্রাফিক পুলিশ ছিল না। ঘাতক বাসের এক যাত্রী জানান তিনি বাস যখন দ্রুত গতিতে চালানো হচ্ছিল বারবার কন্ডাক্টারকে আসতে চালানোর জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু তার কথায় কোন গুরুত্ব দেওয়া হয়নি। একই রুটের অপর একটি বাস পিছনে চলে এলে গতি বাড়িয়ে দেয় আরো। আর তাতেই সল্টলেক দু’নম্বর গেটের সামনে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। অকালে প্রাণ যায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*