রোজদিন ডেক্স: প্রায় একবছর পর উত্তরবঙ্গ সফরে গিয়ে পাহাড়ে কর্মসংস্থানের উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাহাড়ের ছেলেমেয়েদের কর্মসংস্থানের জন্য এবার সরকারিভাবে বিশেষ পোর্টাল চালু করছে রাজ্য সরকার। তরুণ প্রজন্মকে কর্মসংস্থানের উপযোগী করে তুলতে সরকারিভাবে ৪টি স্কিল ডেভলপমেন্ট সেন্টার চালু করা হবে বলে জানান তিনি। মঙ্গলবার দার্জিলিংয়ে জিটিএ-র সঙ্গে বৈঠকের পর একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, এর আগে পাহাড়ে শিল্প সম্মেলনও করেছেন মমতা। দার্জিলিংয়ের শিল্প সম্ভাবনাকে ট্যুরিজম বাইরে ছড়িয়ে দিতে আগ্রহী রাজ্য সরকার। সেখানে যাতে পাহাড়ের ছেলেমেয়েরা কাজ পান সেদিকেও আগ্রহী মমতা।
সোমবার বিকেলেই তিনদিনের পাহাড় সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তাঁর জিটিএ-র সঙ্গে বৈঠক হয়। প্রশাসন সূত্রের খবর, এদিন দুপুর সাড়ে ৩টা নাগাদ জিটিএ-র সদস্যদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। জিটিএ-র পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন অন্যান্য জনজাতিদের জন্য তৈরি বোর্ডের সদস্যরাও। সূত্রের খবর, এদিনের বৈঠকে বিভিন্ন জনজাতিদের জন্য গঠিত বোর্ডের কাজকর্ম খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগের কারণে পাহাড়ের একাধিক জায়গায় ধস নামে। কিছু এলাকা প্লাবিত হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় কী কাজ হয়েছে, তাও খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। এরপরই পাহাড়ের উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন তিনি।
প্রসঙ্গত, এদিন জিটিএ-র বৈঠকে বসার আগে মুখ্যমন্ত্রী সকাল থেকে পাহাড়ের নানান প্রান্তে জনোসংযোগে বেরিয়েছিলেন। গান্ধি রোড, ম্যাল, রাজভবন চত্বর-সহ একাধিক জায়গায় তিনি জনসংযোগ করেন। মাঝে মধ্যে তাঁকে প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দিতেও দেখা যায়। এদিন স্থানীয়দের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। আবার স্কুল ফেরত পড়ুয়াদেরকে তিনি চকলেট দেন।
Be the first to comment