রোজদিন ডেস্ক :- রাত পোহালেই রাজ্যের ছয়টি বিধানসভা আসনে উপনির্বাচন। শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই নির্বাচনে নিরাপত্তার জন্য মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১০২ কোম্পানি বুথে এবং ৬ কোম্পানি স্ট্রংরুমের নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে। ভোটগ্রহণ সম্পন্ন করার পর স্ট্রংরুম গার্ডিংয়ের কাজে নিয়োজিত থাকবে এই বাহিনী।
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সিতাই আসন ১৮ কোম্পানি বাহিনী মোতায়ন করা হয়েছে। এই কেন্দ্রে মোট ৩০০টি ভোটগ্রহণ কেন্দ্র করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ৩,০৫,৫৬৫। উত্তরবঙ্গের আরেক হেভি ওয়েট আসন মাদারিহাট। সেখানেও ১৮ কোম্পানি বাহিনী মোতায়ন করা হয়েছে। এই কেন্দ্রে মোট ২৬৬টি ভোটগ্রহণ কেন্দ্র করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ২,২০,৩৪২। উত্তর ২৪ পরগনার নৈহাটিতে ১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে। এই কেন্দ্রে মোট ২১০টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ১,৯৩,৮৩৫। ওই জেলারই অন্যতম হেভিওয়েট কেন্দ্র হাড়োয়ায় ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে। এই কেন্দ্রে মোট ২৭৯টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ২,৯১,৭১৪। মেদিনীপুর আসনটিতে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে। এই কেন্দ্রে মোট ৩০৪টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ২,৯১,৭১৫। তালড্যাংরা কেন্দ্রে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে। এই কেন্দ্রে মোট ২৬৪টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ২,৪১,৪৯৭।
উল্লেখ, নৈহাটি, হাড়োয়া, সিতাই, তালড্যাংরা, মেদিনীপুর এবং মাদারিহাট আসনের জন্য এই উপনির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই আসনগুলির মধ্যে পাঁচটি তৃণমূলের দখলে ছিল এবং একমাত্র মাদারিহাট ছিল বিজেপির। এবারের উপনির্বাচন তাই দুই দলের জন্যই পরীক্ষা স্বরূপ, যেখানে দেখা হবে, কোন দল কতটি আসনে বিজয় লাভ করে।
Be the first to comment