বিক্ষিপ্ত কিছু ঘটনার মাঝেই নির্ধারিত সময়ে শুরু হল রাজ্যের ৬টি কেন্দ্রের উপনির্বাচন, কমিশনে জমা পড়ল অভিযোগ

Spread the love

রোজদিন ডেস্ক:–  নির্ধারিত সময় সকাল ৭টা থেকেই শুরু হল রাজ্যের ৬টি কেন্দ্রের উপনির্বাচন। মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ঘেরাটোপে সিতাই, মাদারিহাট, হাড়োয়া, নৈহাটি, মেদিনীপুর এবং তালড্যাংরায় চলছে ভোটগ্রহণ। সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা।

উল্লেখ, ভোট শুরুতেই খবর আসে হাড়োয়ার ১৪ নম্বর বুথে বিকল হয় ইভিএম মেশিন, যার ফলে ভোট দিতে গিয়ে ফিরে যেতে হল ভোটারদের। পাশাপাশি হাড়োয়ার সদরপুরে ২০০ নম্বর বুথে ভোট শুরুতেই শাসক দলের এজেন্টের সাথে বিজেপির প্রার্থী বিমল দাস বচসায় জড়িয়ে পরেন, যার ফলে উত্তেজনা শুরু ওই বুথে। বিমলের দাবি, দরজার পাশের ইভিএম মেশিন ঘুরিয়ে দিতে হবে। আপত্তি জানান ওই বুথের তৃণমূলের এজেন্ট। তখনই দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। শুধু বুথের ভেতরে নয়, বাইরেও উত্তেজনা ছড়ায়। দু’দলের কর্মী-সমর্থকেরা জড়ো হয় বুথের বাইরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। জটলা সরিয়ে দেয় তারা।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার আরেকটি আসন নৈহাটিতেও বিজেপির এজেন্টকে বসতে না দেওয়ায় উত্তেজনা ছড়ায় ৬৩ নম্বর বুথে। অভিযোগের তির তৃণমূলের দিকে। খবর পেয়ে ওই বুথে পৌঁছন নৈহাটির বিজেপি প্রার্থী রূপক মিত্র। তিনি গিয়েই নিজের দলের এজেন্টকে বুথে বসান। তিনি বলেন, ‘‘তৃণমূলই আমার এজেন্টকে বুথে ঢুকতে দেয়নি। আমি এসে তাঁকে বুথে ভেতর বসাই। কমিশনের কাছে বিষয়টি জানাব।’’ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বস্তুত ভোট শুরুর ১৫ মিনিটের মধ্যেই কমিশনে অভিযোগ জানালো বিজেপি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*