LIVE — হাড়োয়ায় পুনর্নির্বাচনের দাবি ISF-এর, ভোট মোটের উপর শান্তিপূর্ণ, জানালো কমিশন

Spread the love

মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে বুধবার সকাল ৭টা থেকে বাংলায় ৫ জেলার ৬ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হলো। চলবে বিকল ৫টা পর্যন্ত। যে কোনওরকম অশান্তি রুখতে পুলিশ ও বাহিনীর পাহাড়ায় মুড়ে ফেলা হয়েছে  ভোটগ্রহণ কেন্দ্রগুলি। অপ্রীতিকর পরিস্থিতি  মোকাবিলায় প্রস্তুত কমিশনও। ভোটগ্রহণের প্রতিমুহূর্তের আপডেট পেতে নজর রাখুন রোজদিনের-এর LIVE UPDATE-এ।

১৩ নভেম্বর ২০২৪, সন্ধ্যা ৭.০০ : হাড়োয়া বিধানসভা কেন্দ্রের ৩৭টি পোলিং বুথে পুনরায় নির্বাচন করার দাবি জানিয়ে রিটার্নিং অফিসারকে চিঠি দিল আইএসএফ। তবে রাজ্যের ছ’টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই শেষ হল বলেই জানালো নির্বাচন কমিশন।

১৩ নভেম্বর ২০২৪, বিকাল ৫.৩৫ : সিতাই বিধানসভায় ৬৬.৩৫ শতাংশ, মাদারিহাট বিধানসভায় ৬৪.১৪ শতাংশ, নৈহাটি বিধানসভায় ৬২.১০ শতাংশ, হাড়োয়া বিধানসভায় ৭৩.৯৫ শতাংশ, মেদিনীপুর বিধানসভায় ৭১.৮৫ শতাংশ, তালড্যাংরা বিধানসভায় ৭৫.২০ শতাংশ ভোট পড়েছে।

১৩ নভেম্বর ২০২৪, বিকাল ৫.৩০ : বিকাল ৫টা পর্যন্ত বাংলার ৬ কেন্দ্রে ভোট পড়লো ৬৯.২৯ শতাংশ

১৩ নভেম্বর ২০২৪, বিকাল ৪.৩০ : বিকাল পর্যন্ত নির্বাচন কমিশনের দফতরে মোট অভিযোগ জমা পরল ৩৪২টা। এর মধ্যে রাজনৈতিক দলের অভিযোগ ৭৫টি। সর্বোচ্চ অভিযোগ জমা দেয় বিজেপি ৬৬টি এবং  তৃণমূল, কংগ্রেস, সিপিআইএম ৩টি করে অভিযোগ পাঠায়।

১৩ নভেম্বর ২০২৪, দুপুর ৩.৩৫ : সিতাই বিধানসভায় ৫৮ শতাংশ, মাদারিহাট বিধানসভায় ৫৭.৯৮ শতাংশ, নৈহাটি বিধানসভায় ৫২.৪০ শতাংশ, হাড়োয়া বিধানসভায় ৬৩.১১ শতাংশ, মেদিনীপুর বিধানসভায় ৬১.৫৪ শতাংশ, তালড্যাংরা বিধানসভায় ৬৫ শতাংশ ভোট পড়েছে।

১৩ নভেম্বর ২০২৪, দুপুর ৩.৩০ : দুপুর ৩টে পর্যন্ত বাংলার ৬ কেন্দ্রে ভোট পড়লো ৫৯.৯৮ শতাংশ

১৩ নভেম্বর ২০২৪, দুপুর ১.৩০ : সিতাই বিধানসভায় ৪৫ শতাংশ, মাদারিহাট বিধানসভায় ৪৬.১৮ শতাংশ, নৈহাটি বিধানসভায় ৩৯.৭৫ শতাংশ, হাড়োয়া বিধানসভায় ৪৭.১০ শতাংশ, মেদিনীপুর বিধানসভায় ৪৬.২৪ শতাংশ, তালড্যাংরা বিধানসভায় ৪৮ শতাংশ ভোট পড়েছে।

১৩ নভেম্বর ২০২৪, দুপুর ১.২০ : দুপুর ১টা পর্যন্ত বাংলার ৬ কেন্দ্রে ভোট পড়লো ৪৫.৫৯ শতাংশ

১৩ নভেম্বর ২০২৪, দুপুর ১২.১০ : মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের ফোন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার আরিজ আফতাবকে। সূত্রের খবর, রাজ্যের ৬টি উপনির্বাচন কেন্দ্রের পরিস্থিতি জানতে চাইলেন তিনি। শান্তিপূর্ণ ভাবে যাতে নির্বাচন পরিচালনা করা হয় সেই নির্দেশ দিলেন তিনি।

১৩ নভেম্বর ২০২৪, দুপুর ১২.০১ : হাড়োয়ায় আইএসএফ প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। উত্তেজনা মহব্বতপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে।

১৩ নভেম্বর ২০২৪, সকাল ১১.৪৫ : সকাল ১১টা পর্যন্ত বাংলার ৬টি কেন্দ্র থেকে মোট ১৪৪টি অভিযোগ জমা পড়লো নির্বাচন কমিশনে। উত্তর ২৪ পরগনার নৈহাটি ও হাড়োয়া আসন থেকে ৩৭টি এবং মেদিনীপুর আসন থেকে ৫০টি অভিযোগ জমা পড়ে। বাঁকুড়ার তালড্যাংরা থেকে ১৫টি অভিযোগ জমা পরে। উত্তরবঙ্গের সিতাই আসন থেকে ৩২টি অভিযোগ জমা পড়ে। উত্তরের আরেকটি আসন মাদারিহাট থেকে ১০টি অভিযোগ জমা পরে নির্বাচন কমিশনে। এর মধ্যে ২৭টি অভিযোগ করে বিজেপি।

১৩ নভেম্বর ২০২৪, সকাল ১১.৩০ : সকাল ১১টা পর্যন্ত সিতাই বিধানসভায় ২৯ শতাংশ, মাদারিহাট বিধানসভায় ৩১.৮৪ শতাংশ, নৈহাটি বিধানসভায় ২৫.১৭ শতাংশ, হাড়োয়া বিধানসভায় ৩১.২০ শতাংশ, মেদিনীপুর বিধানসভায় ৩০.২৫ শতাংশ, তালড্যাংরা বিধানসভায় ৩২ শতাংশ ভোট পড়েছে।

১৩ নভেম্বর ২০২৪, সকাল ১১.২৫ : সকাল ১১টা পর্যন্ত বাংলার ৬ কেন্দ্রে ভোট পড়লো ৩০.০৩ শতাংশ।

১৩ নভেম্বর ২০২৪, সকাল ১১.১৫ : মৃত্যুর পরই জেলাশাসকের থেকে রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন। যদিও ভাটপাড়ার ঘটনার সঙ্গে নির্বাচনের কোনো  সম্পর্ক না থাকলেও। রাজ্যে ভোট চলা কালিন মৃত্যুর ঘটনা ঘটায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।

১৩ নভেম্বর ২০২৪, সকাল ১১.০০ : মাদারিহটের বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়ি ভাঙচুর এবং তারা করার ঘটনার পর, কমিশনে অভিযোগ জানায় বিজেপি, এরপরই রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।

১৩ নভেম্বর ২০২৪, সকাল ১০.৫০ : হাসপাতালে মৃত্যু হল ভাটপাড়ায় গুলিবিদ্ধ তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতির।

১৩ নভেম্বর ২০২৪, সকাল ১০.১৫ : এই দুই ঘটনার প্রভাব নির্বাচনী প্রক্রিয়ার উপর যেনো না পড়ে, জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের। যদিও দুটো ঘটনাই নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রয়েছে।

১৩ নভেম্বর ২০২৪, সকাল ১০.১০ : শালবনীতে আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি বাবলু ঘোষ।

১৩ নভেম্বর ২০২৪, সকাল ১০.০০টা : সকাল ৯টা পর্যন্ত সিতাই বিধানসভায় ১২ শতাংশ, মাদারিহাট বিধানসভায় ১৫ শতাংশ, নৈহাটি বিধানসভায় ১৪.৫১ শতাংশ, হাড়োয়া বিধানসভায় ১৪.৮০ শতাংশ, মেদিনীপুর বিধানসভায় ১৪.৩৬ শতাংশ, তালড্যাংরা বিধানসভায় ১৮ শতাংশ ভোট পড়েছে।

১৩ নভেম্বর ২০২৪, সকাল ৯.৫৫টা : সকাল ৯টা পর্যন্ত বাংলার ৬ কেন্দ্রে ভোট পড়লো ১৪.৬৫ শতাংশ।

১৩ নভেম্বর ২০২৪, সকাল ৯.৪৫টা : সকাল ৯টা পর্যন্ত বাংলার ৫টি কেন্দ্র থেকে মোট ৪১টি অভিযোগ জমা পড়লো নির্বাচন কমিশনে। উত্তর ২৪ পরগনার নৈহাটি ও হাড়োয়া আসন থেকে ১৭টি এবং মেদিনীপুর আসন থেকে ১৪ টি অভিযোগ জমা পড়ে। সিতাই আসন থেকে ১০টা অভিযোগ জমা পড়লেও উত্তরের আরেকটি আসন মাদারিহাট থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়ে নি কমিশনে।

১৩ নভেম্বর ২০২৪, সকাল ৯.৩০টা : ভোটের দিনও প্রচারে নৈহাটির  বিজেপি প্রার্থী রূপক মিত্র। নৈহাটিতে গণপিটুনিতে মৃত সুরজের বাড়িতে যান তিনি। পরিবারের সদস্যদের ভোট দিতে বলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে শাসকদল।

১৩ নভেম্বর ২০২৪, সকাল ৯.১৫টা : ভোট চলাকালীন ভাটপাড়ায় চলল গুলি। গুলিবিদ্ধ তৃণমূলের ওয়ার্ড সভাপতি। ভর্তি করা হয়েছে হাসপাতালে। পার্থ ভৌমিকের অভিযোগ ঘটনার নেপথ্যে অর্জুন সিং।

১৩ নভেম্বর ২০২৪, সকাল ৯.০১টা : মেদিনীপুরের বিজেপি নেতা নয়ন দে-কে গৃহবন্দি করেছে পুলিশ।  তাঁকে বাড়ি দেওয়া হচ্ছে না অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*