রোজদিন ডেস্ক :- ভাটপাড়ায় গুলিবিদ্ধ তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি মৃত্যু হল। মৃত্যুর পরই কমিশন রিপোর্ট তলব করলো। ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি ছিলেন অশোক শাউ। বুধবার সকালে অশোক সাউ বাজার করতে বেরিয়েছিলেন, তখন তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। হাসপাতালে ভর্তি করা হয় ওই তৃণমূল নেতাকে। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
যদিও ভাটপাড়ার ঘটনা নির্বাচনের সঙ্গে জড়িত না হলেও, নির্বাচন চলা কালিন রাজ্যে মৃত্যুর কারণেই রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।
এইদিন গুলির শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু ততক্ষণে বাইকে চম্পট দেয় দুষ্কৃতীরা। আহত অবস্থায় অশোককে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। এবং সেখানেই মৃত্যু হয় তাঁর।কিন্তু কারা গুলি করল, তা নিয়েই ধন্দে আহতের পরিবার। এর পিছনে রাজনৈতিক কোনও কারণ, নাকি পুরনো কোনও শুত্রুতা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনাকে বন্ধুদের গোলমাল বলেই দাবি করেছেন অর্জুন সিং।
এই ঘটনায় জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন
Be the first to comment