চিরন্তন ব্যানার্জি, কলকাতা :- ১৪ ই নভেম্বর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে দেশ জুড়ে পালিত হচ্ছে শিশু দিবস।কলকাতাতেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হল এই অনুষ্ঠান।কলকাতায় অভিনব ভাবে শিশু দিবস পালন করল কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। যার মধ্যে ছিল অলক ফাউন্ডেশন এবং দক্ষিণ হাওড়া মুক্তধারা। ধর্মতলা ট্রাম ডিপোতে একটু বিশেষ ট্রামে করে ঘোরানো হয় ৪০ জন শিশুকে। যাদের মধ্যে বেশিরভাগ পথ শিশু এবং যৌনকর্মীদের সন্তান। তাঁদের নিয়ে ধর্মতলা থেকে ট্রাম যায় শ্যামবাজার পর্যন্ত এবং আবার ফিরিয়ে আনা হয় ধর্মতলায়। শুধু শিশু দিবস পালন নয় সমাজের সামনে বিশেষ বার্তা দিতে চেয়েছেন উদ্যোক্তরা। সংগঠনের পক্ষে জয়দীপ দে জানান,”কলকাতার বুক থেকে বিলুপ্ত হতে চলেছে ট্রাম। এই ট্রাম কলকাতার ঐতিহ্য, একে বাঁচিয়ে রাখতে হবে। বর্তমান প্রজন্মকে এই ট্রাম সম্পর্কে জানাতে হবে। ট্রামে চড়ে বেজায় খুশি শিশুরা। শিশু দিবস উপলক্ষে কাটা হয় কেক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসি ট্রাফিক দেবময় ঘোষ।তিনিও আপ্লুত এমন একটা অনুষ্ঠানে এসে। ভবিষ্যতে আরও হোক পথশিশুদের নিয়ে আয়োজন চান তিনিও।
Be the first to comment