রোজদিন ডেস্ক :- আবার দুর্ঘটনার কবলে স্কুল পড়ুয়া। স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল এক সাইকেলে। তারপর রাস্তার পাশে এক বহুতলে ধাক্কা মারে।
দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের অংশ। দুর্ঘটনার সময় বাসের মধ্যে তিন জন স্কুলপড়ুয়া ছিল। বৃহস্পতিবার স্কুল থেকে বাচ্চাদের নিয়ে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। চক গড়িয়ায় রানা রাউত নামে এক সাইকেল আরোহীকে প্রথমে ধাক্কা মারে সেটি। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে তিনি ছিটকে পড়েন রাস্তার এক পাশে। তার পর পাশের এক বহুতলের পাঁচিলেও ধাক্কা মারে। দেওয়ালটি ভেঙে গিয়েছে। আহত অবস্থায় ওই সাইকেল আরোহীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর মাথায় এবং পায়ে চোট লেগেছে। অল্পের জন্য স্কুল পড়ুয়ারা প্রাণে বাঁচে।
বাসের চালককে আটক করা হয়েছে। বাসটিকেও ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। তবে কী ভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে , একই দিনে ঘটলো আর এক বিপত্তি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ধাপা রোডের পাশে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে ধাক্কা মারে একটি পুলকার। সে সময়ে গাড়িতে ছিল কয়েক জন ছাত্রী। সংঘর্ষের জেরে দুমড়ে-মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। আহত অবস্থায় চালক ও এক ছাত্রীকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
যদিও এই বিষয় গুলি নিয়ে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর থেকেই কড়া ভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রীকে। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে ফোন করে বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment