তৃণমূল কাউন্সিলার সুশান্ত ঘোষকে লক্ষ্য করে চলল গুলি,বাড়ানো হলো তাঁর নিরাপত্তা

Spread the love

রোজদিন ডেস্ক :-  শুক্রবার কলকাতায় ভর সন্ধ্যায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে চলল গুলি! কিন্তু গুলিটি লাগে বাড়ির দরজায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কসবার অ্যাক্রোপলিস শপিং মলের কাছে। পরে বন্দুক সহ যুবককে এলাকার মানুষজন ধরে ফেলে। ঘটনার পরেই কসবা মোড় অবরোধ করেন তৃণমূল নেতা-কর্মীরা।

এই ঘটনার জেরে এক ট্যাক্সি চালককে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই টাক্সি চালক একাধিকবার ওই আততায়ীদের তৃণমূল নেতার বাড়ির সামনে দিয়ে নিয়ে গিয়েছে। এমনকি রেইকি করার সময়ও ওই ট্যাক্সি চালকের ভূমিকা পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে।

এরপরেই গ্রেফতার করে ওই ব্যক্তিকে জেরা শুরু করে পুলিশ। অন্যদিকে ঘটনার পরেই সুশান্ত ঘোষের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আগে দুজন নিরাপত্তা কর্মী তাঁর সঙ্গে থাকতেন। আজ শনিবার থেকে আরও দুজনকে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে। চারজনের রক্ষণাবেক্ষণেই এদিন সকালে বাড়ির বাইরে বের হন তৃণমূল নেতা সুশান্ত ঘোষ। এই ঘটনার পর রাতেই সুশান্ত ঘোষকে ফোন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত খোঁজখবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন তিনি বলে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*