রোজদিন ডেস্ক :- উত্তরপ্রদেশের ঝাঁসি মেডিক্যাল কলেজে বিধ্বংসী আগুন! চাইল্ড ওয়ার্ডে এই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। ভয়াবহ এই ঘটনায় এখনও পর্যন্ত ১০টি শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর আসছে। ঘটনায় আরও পাঁচটি শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে।
#WATCH | Uttar Pradesh: A massive fire broke out at the Neonatal intensive care unit (NICU) of Jhansi Medical College. Many children feared dead. Rescue operations underway. More details awaited.
(Visuals from outside Jhansi Medical College) pic.twitter.com/e8uiivyPk3
— ANI (@ANI) November 15, 2024
ইতিমধ্যে দমকলের একাধিক ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে উত্তরপ্রদেশের পুলিশ-প্রশাসনের একাধিক আধিকারিক। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুরো ঘটনার উপর কড়া নজর রাখছেন।
তবে কীভাবে ঝাঁসি মেডিক্যাল কলেজে বিধ্বংসী এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। সিলিন্ডার বিস্ফোরণ থেকেই বিধ্বংসী এই আগুন লাগতে বলে দাবি। তবে গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আতঙ্কের ছবি চারপাশ।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় হঠাত করেই ধোঁয়া বের হতে দেখেন রোগীর আত্মীয়রা। মুহূর্তে আগুনের লেলিহান শিখা হাসপাতালে ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত ঝাঁসি মেডিক্যাল কলেজে চাইল্ড বিভাগ। ঘটনার সময় অন্তত ৫০ টি শিশু সেখানে ছিল বলে খবর। একেবারে প্রাণ হাতে নিয়ে দরজা-জানলা ভেঙে রোগী এবং শিশুদের উদ্ধার করা হয় বলে খবর। অন্তত ৪০ টি শিশুকে উদ্ধার করা হিওয়েছে বলে খবর।
ঘটনার পরেই হাসপাতালজুড়ে কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবারের সদস্যরা। অনেকেই হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন। শুধু তাই নয়, শিশুদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ পরিবারের।
ইতিমধ্যে ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃত শিশুদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন এবং পাশে থাকার বার্তা দিয়েছেন। পাশাপাশি কীভাবে এই ঘটনা তা উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশও মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে খবর। ইতিমধ্যে ঘটনাস্থলের যাচ্ছেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী সহ সরকারের শীর্ষ আধিকারিকরা।
Uttar Pradesh CM Yogi Adityanath tweets, ” The death of children in an accident that occurred in the NICU of the medical college located in Jhansi district is extremely sad and heartbreaking. The district administration and concerned officials have been instructed to speed up… pic.twitter.com/JIEWdCrNwK
— ANI (@ANI) November 15, 2024
Be the first to comment