রোজদিন ডেস্ক :- দু’দিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকে উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হল। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
বিগত দু’দিন ধরে নিখোঁজ ছিলেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। পরিবারের লোকেরা হন্যে হয়ে খুঁজেও তাঁকে পাননি। অবশেষে শুক্রবার রাতে তিনি বাড়ি ফেরেন। ফিরেই মোবাইল রেখে ফের বাড়ি থেকে বেরিয়ে যান। আবারও অনেক রাতে তিনি ফিরে আসেন। শনিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। গলায় দড়ির ফাঁস দেওয়া অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, উত্তর ব্যারাকপুর পুরসভায় দীর্ঘদিনের কাউন্সিলর ও ভাইস চেয়ারম্যান ছিলেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়ি আনন্দমঠ এলাকায়। নিজের বাড়িতে বেশ কিছুদিন ধরে কাজ চলছিল। তাই সপরিবারে তাঁরা একটি বাড়িতে ভাড়া থাকছিলেন। এদিন সকালে ভাড়াবাড়ি থেকেই সত্যজিৎবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পারিবারিক সমস্যা নাকি অন্য কোনও কারণে তাঁর মৃত্যু হয়েছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এমনকি তিনি বাড়ি ফিরে আবার কেন বেরিয়ে গিয়েছিলেন সেই বিষয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।
Be the first to comment