৩০ নভেম্বর অভিষেকের তত্ত্বাবধানে ডায়মন্ড হারবারে অনুষ্ঠিত হতে চলেছে ‘ডক্টর্স সামিট’ ২০২৪

Spread the love

রোজদিন ডেস্ক:-  এবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারেই চিকিৎসকদের একটি সম্মেলনে অংশ নিতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আগামী ৩০ নভেম্বর ডায়মন্ড হারবারের আমতলার ‘সমন্বয়’ প্রেক্ষাগৃহে ‘ডক্টর্স সামিট ২০২৪’ অনুষ্ঠিত হতে চলেছে।

সেখানে ৫০০ জন চিকিৎসকের অংশ নেওয়ার কথা। তাঁদের তালিকাও তৈরি হয়ে গিয়েছে। ওই সামিটের ডিজিটাল প্রচারপত্রে প্রধান বক্তা হিসেবে নাম রয়েছে অভিষেকের।
গত আগস্টে আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার পর এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন। ‘ডক্টরস সামিট-২০২৪’ হচ্ছে ডায়মন্ড হারবারের আমতলায়। আগামী ৩০ নভেম্বর, শনিবার বিকেল তিনটায় ‘হেলথ ফর অল’ শীর্ষক কর্মসূচি পালিত হবে সমন্বয় অডিটোরিয়ামে। সভার প্রধান বক্তা, স্থানীয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ‌্যায়। আগেই অভিষেক জানিয়েছিলেন, এবার তাঁর সংসদীয় এলাকায় আর ক্রিকেট টুর্নামেন্ট নয়, হবে স্বাস্থ্যশিবির।তার প্রস্তুতিও নেওয়ার নির্দেশ দিয়েছিলেন স্থানীয় নেতৃত্বকে। এবার ‘ডক্টরস সামিট’-এর মতো বড়সড় কর্মসূচির প্রচার থেকেই স্পষ্ট, ডাক্তারদের সঙ্গে জনসংযোগেও মন দিচ্ছে তৃণমূল।এই ডাক্তারের সম্মেলনে প্রায় ৫০০ চিকিৎসক অংশগ্রহণ করবেন, যারা সরকারি ও বেসরকারি উভয় হাসপাতাল থেকে আসবেন। “স্বাস্থ্য সবার জন্য” শীর্ষক আলোচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন এবং মূলত স্বাস্থ্য পরিষেবাকে কীভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, সে বিষয়েই তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।আগামী ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত এক মাসব্যাপী এই স্বাস্থ্য শিবিরগুলো চলবে। এই শিবিরে বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেবেন।
মূলত প্রত্যন্ত এলাকার মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।ডাক্তারের সম্মেলনের পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসক (ডিএম), পুলিশ সুপার (এসপি), মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন। এতে বিভিন্ন হাসপাতালের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। এই বৈঠকে স্বাস্থ্য শিবিরগুলি কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। শিবিরগুলোতে নিরাপত্তা, লজিস্টিকস, চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য চাহিদার বিষয়ে এই বৈঠকে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তৃণমূলের একটি শিবিরের তরফ থেকে যে ভাবে নিয়মিত আরজি কর আন্দোলনকে কটাক্ষ করতে দেখা গিয়েছে, সে পথে কখনওই হাঁটেননি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রাজনৈতিক মহলের মতে, এই প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে অভিষেকের লোকসভা কেন্দ্রে ‘ডক্টর্স সামিট’ কর্মসূচি।

এই ডক্টর্স সামিটের প্রচারপত্রে মূল বক্তা হিসেবে যেমন অভিষেকের নাম রয়েছে, তেমনই এই কর্মসূচির আয়োজক হিসেবে শোনা যাচ্ছে তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেনের নামও। আরজি কর ইস্যুতে রাজনৈতিক টানাপড়েনের পর্বে জড়িয়ে আছে শান্তনুর নাম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*