রোজদিন ডেস্ক :- ফের অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ড। সোমবার সকালে মল খোলার সময়েই আগুন লাগে। বাইরে দাঁড় করিয়ে রাখা হয় কর্মীদের। তাঁদের জানানো হয়েছে যে ফুড কোর্টে আগুন লেগেছে। সোমবার সকাল ৭টায় মলের চারতলায় ফুডকোর্টে একটি মোমো চেইন রেঁস্তোরা থেকে হঠাৎ করে ধোঁয়া বের হতে দেখা যায়, যা মুহূর্তের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। তবে মলের অভ্যন্তরীণ অগ্নিনির্বাপণ ব্যবস্থা সক্রিয় হয়ে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়।
ফুডকোর্টে থাকা কর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। তাদের প্রচেষ্টায়, ফুডকোর্টের একটি অংশ বন্ধ করে দেওয়ার ফলে আগুনের বিস্তার ঠেকানো সম্ভব হয়।
এই আগুনের ঘটনা, চলতি বছরের জুন মাসে ঘটে যাওয়া আগুনের সঙ্গে মিলে যাচ্ছে, যখন এই একই ফুডকোর্টে আগুন লেগেছিল। সে সময় আগুনের তীব্রতা ছিল অনেক বেশি, তবে দমকলের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মাত্র পাঁচ মাসের ব্যবধানে আবার একই জায়গায় আগুন লাগার ঘটনায় উদ্বেগ বাড়ছে।
Be the first to comment