রোজদিন ডেস্ক :- দিল্লির বায়ুদূষণ পরিস্থিতি ‘অতি গুরুতর’ পর্যায়ে পৌঁছে গিয়েছে ৷ রীতিমতো ‘গ্যাস চেম্বারে’ পরিণত হয়েছে রাজধানী শহর ৷ দমবদ্ধ অবস্থায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে সাধারণ মানুষের ৷ সোমবার গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP)-এর চতুর্থ ধাপের অধীনে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে শহরজুড়ে ৷ পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সমস্ত স্কুলে অনলাইন ক্লাস শুরুর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী অতিশ।
মঙ্গলবার দিল্লি ও সংলগ্ন নয়ডা, গাজিয়াবাদ এবং গুরুগ্রামে বিপজ্জনক মাত্রা ছুঁয়েছে দূষণের সূচক। এই জায়গাগুলিতে সূচক ৫০০ ছুঁয়েছে এদিন সকালে। এনিয়ে গত সাতদিন ধরে দিল্লির দূষণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রাথমিক স্কুলের পর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এমনকী দিল্লি বিশ্ববিদ্যালয়ও অনলাইন ক্লাস চালু করেছে মঙ্গলবার থেকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৩ নভেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস চলবে। জওহরলাল নেহরু ২২ নভেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস নেবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
Be the first to comment