কড়া নিরাপত্তায় শুরু হল মহারাষ্ট্রের ২৮৮টি আসনে বিধানসভা নির্বাচন

Spread the love

রোজদিন ডেস্ক :- কড়া নিরাপত্তায় শুরু হল মহারাষ্ট্রের ২৮৮টি আসনে বিধানসভা নির্বাচন। বুধবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটদান প্রক্রিয়া৷ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত৷ ভোটের ফলাফল জানা যাবে ২৩ নভেম্বর অর্থাৎ শনিবার৷ একদিকে বিরোধীদের মহাবিকাশ আঘাড়ী জোট৷ অন্যদিকে, বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি জোট৷ ভোটের ফলে বাজিমাত করতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে যুযুধান দুই পক্ষ।

মহারাষ্ট্রের ভোটে এই মুহূর্তে সকলের নজর মায়ানগরী মুম্বইয়ের দিকে, সে নিয়ে কোনও সন্দেহ নেই৷ বাণিজ্য নগরী ভোট নিয়ে টানটান উত্তেজনা সকলের মধ্যে ৷ মুম্বইয়ের ৩৬টি বিধানসভা আসনেই ভোট হচ্ছে বুধবার৷ প্রার্থী সংখ্যা ৪২০ জন। অতীতের উদাসিনতা কাটিয়ে এবার রেকর্ড সংখ্যা ভোট পড়ে কি না, সেদিকেই নজর সকলের৷
এদিকে, ভোট শুরু হতেই সকলকে ভোটদানের জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রথম ও মহিলা ভোটদানে উৎসাহ দেওয়ার জন্য এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন তিনি৷
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মুম্বইয়ের মোট ভোটার সংখ্যা ১ কোটিরও বেশি৷ এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হল ৫৪ লক্ষ ৬৭ হাজার ৩৬১জন। মহিলা ভোটার হল ৪৭ লক্ষ ৬১ হাজার ২৬৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার হল ১ হাজার ৮২ জন। সেই সঙ্গে, ৮৫ বছরের বেশি বয়সি ভোটারের সংখ্যা ১ কোটি ৪৬ হাজার ৮৫৯ জন৷ মঙ্গলবার বৃহনমুম্বই পুরনিগম জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটপ্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছ৷ নির্বাচন কমিশনের নির্দেশ মেনে, প্রতিটি বুথে পানীয় জল, পরিষ্কার শৌচাগার, প্রতিক্ষালয়ের ব্যবস্থা করা হয়েছে৷ পাশাপাশি, বৃদ্ধ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য হুইল-চেয়ার, ওষুধ এবং ভলান্টিয়ারেরও ব্যবস্থা রয়েছে প্রতিটি ভোটদান কেন্দ্রে ৷
উল্লেখ্য, ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ও অবিভক্ত শিবসেনা জোট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে৷ কিন্তু নির্বাচনের পর মুখ্যমন্ত্রীত্ব নিয়ে দুই জোটসঙ্গীর মধ্যে বিবাদের জেরে মাঝপথে এসে থেমে যায় সরকার গঠন প্রক্রিয়া৷ এরপর শরদ পাওয়ারের এনসিপি ছেড়ে অজিত পাওয়ার বিজেপিকে সমর্থন করায় মুখ্যমন্ত্রী হন দেবেন্দ্র ফড়নবিশ। উপমুখ্যমন্ত্রী হন তিনি৷ পরে অবশ্য সেই সরকারও টিকে থাকতে পারেনি৷ রাজনৈতিক টানাপোড়েনে ইস্তফা দিতে হয় দু’জনকেই৷ সরকার গঠন করে মহাবিকাশ আঘাড়ী৷
এরপর ২০২২ সালের জুন মাসে একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনায় ভাঙন ধরায় মহাবিকাশ আঘাড়ী সরকারের পতন হয়। বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হন একনাথ। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বিরোধীদের ইন্ডিয়া জোটের কাছে হেরে যায় বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি জোট৷ এবার দেখার বিধানসভা নির্বাচনে কার দিকে পাল্লা ভারী থাকে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*