প্রথমবর্ষের পাশ-ফেল সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত জানালো কলকাতা বিশ্ববিদ্যালয়

Fire has broken out at Presidency University Six engines brought the fire under control in an hour. Officials of the university have conceded that the cafeteria lacked fire preparedness. The university is observing the occasion of completing 200 years . This is the fifth fire in Presidency in the past six years. Dignitaries, eminent personalities and alumnus have been coming to the university for several programmes recently for the 200 years celebration. On Monday morning at Presidency University kolkata. photo by sajal mukherjee
Spread the love

২রা ফেব্রুয়ারি হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বিপুল পরিমাণ ফেলের বিষয়টি খতিয়ে দেখতে বলেন। তারপরই গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট মিটিং-এর শেষে ছাত্রছাত্রীর স্বার্থে রাজ্য সরকারের অনুরোধে ইতিবাচক সিদ্ধান্ত জানালো কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন বিধি আপাতত বাতিল পুরানো বিধিতেই সায় জানিয়ে সিন্ডিকেটের আলোচনার শেষে বলা হয় পুরানো নিয়ম অনুযায়ীই ছাত্রছাত্রীদের পাশ-ফেল বিবেচনা করা হবে। নতুন করে আবারও করা হবে ফলপ্রকাশ। নতুন নিয়ম ২০১৮ থেকে চালু হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*