রোজদিন ডেস্ক :- রোগী মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে তাণ্ডব। জরুরি বিভাগে ভাঙচুরের অবিযোগ। নষ্ট প্রচুর ওষুধ থেকে ইনজেকশন। আহত তিনজন নার্সিং কর্মী। চাঞ্চল্যকর ঘটনা বেহালায়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ ঠাকুরপুকুর থেকে হৃদরোগে আক্রান্ত একজন রোগীকে নিয়ে যাওয়া হয় বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ৮টা নাগাদ ঠাকুরপুকুরের বাসিন্দা বছর তিরিশের শেখ মেহমুদ আলমকে হাসপাতালে আনা হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসা শুরু হয়। হাসপাতালে আনার পর ফের হার্ট অ্যাটাক হয় মেহমুদের। ৮টা ৪০ নাগাদ দ্বিতীয় সিপিআর দেওয়া হয়। লাভ হয়নি। ৮টা ৫০ নাগাদ তাঁর মৃত্যু হয়।
এর পরই মৃতের আত্মীয়রা হাসপাতালে ভিড় জমাতে থাকেন। রোগীর পরিজনেরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসার নথিপত্র চাইতে শুরু করে। হাসপাতাল জানায়, আদালতের অনুমতি ছাড়া সরকারি হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত নথি কাউকে দেওয়া সম্ভব নয়। অভিযোগ, রাত প্রায় ১০টা নাগাদ প্রায় দেড়শো লোক জরুরি বিভাগের ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। বাইরের গেটেও ভাঙচুর চলে। মারধর করা হয় নার্সিং স্টাফদেরও। ঘটনায় তিনজন নার্সিং কর্মী আহত হয়েছেন। মারধর ও ভাঙচুরে অভিযুক্ত আটক ২২জনকে আটক করেছে পুলিশ।
Be the first to comment