রোজদিন ডেস্ক :- বেআইনিভাবে মাদক পাচারের ঘটনা আজ নতুন নয়। কিন্তু রাজ্য সরকার এবং রাজ্য পুলিশের তৎপরতায় চাপে পড়েছেন মাদক ব্যবসায়ীরা। সম্প্রতি ফের মাদক পাচারের ঘটনায় চোখে পড়ল পুলিশি তৎপরতা। উদ্ধার হয়েছে ১২০ কেজি গাঁজা। তাও আবার যেমন তেমন গাড়ি থেকে নয়, চিকিৎসকের লোগো লাগানো একটি চার চাকা গাড়ি থেকে। গতকাল শুক্রবার রাতে বারুইপুর থানা এলাকার কুরালি মোড়ে নাকা তল্লাশির সময়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ। ঘটনার জেরে ইতিমধ্যেই ১ মহিলা সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুধু বিপুল পরিমাণ গাঁজাই নয়, ওই চার চাকা গাড়িটি থেকে উদ্ধার করা হয়েছে নগদ ১লক্ষ ৮৮ হাজার টাকাও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ওড়িশার বালেশ্বর থেকে গাড়িটি যাচ্ছিল ক্যানিংয়ের দিকে। এদিকে বারুইপুর থানা এলাকার কুরালি মোড়ে এদিন চলছিল নাকা তল্লাশি। তখনই পুলিশের হাতে ধরা পড়ে যায় গাড়িটি।
এখনও পর্যন্ত গাড়ির মালিকের কোনও হদিশ পাওয়া যায়নি। তবে ধৃত ৪ জনের পরিচয় জানা গিয়েছে। পুলিশের জালে আটক ধৃতরা হলেন, বাসন্তী সেনাপতি, দেবনাথ নস্কর, শৌভিক বৈদ্য এবং কার্তিক নস্কর
Be the first to comment